মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনায় পজিটিভ এসেছে। এ নিয়ে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭০জন।
গেল ২৮ ঘন্টায় নতুন করোনায় কোন প্রানহানি ঘটেনি। ফলে জেলায় মোট মৃত্যু ৪২১ জন। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৭ জন, আর্দশ সদর উপজেলায় ৭ জন, লাকসাম উপজেলায় ২জন, চান্দিনা উপজেলায় ৩জন, বুড়িচং উপজেলায় ৩ জন, হোমনা উপজেলায় ১ জন,মনোহরগঞ্জ উপজেলায় ১ জন।
সুস্থ হয়েছেন ২৭ জন। এর মধ্যে কুমিল্লার চান্দিনা উপজেলায় ১৩ জন ও মুরাদনগর উপজেলায় ১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ২৭৯জন করোনা রোগী।
২০ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭২ হাজার ৮৮২জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭২হাজার ৩৬১জনের। এর মধ্যে ১২ হাজার ৫৭০ জনের করোনা পজিটিভে আক্রান্ত হয়েছেন। ১৬৭বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা ৩ জন করোনায় সনাক্ত হয়েছেন।