উস্কানি দিলে কড়া জবাব দেয়া হবে বলে বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমাদের সেনাদের বলিদান ব্যর্থ হবে না। আমরা শান্তি চাই, তবে উস্কানি দিলে এর সমুচিত জবাব দিতে জানি।
দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোস করা হবে না।তবে নিজেদের ৪৫ সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি তারা। ভারতের দাবি, সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে তাদের ৩ সেনার মৃত্যু হয়। পরে মারা যায় গুরুতর আহত আরো ১৭ জন। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে দু’পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। লাদাখে সংঘর্ষে ভারতীয় সেনা নিহতের ঘটনায় চীনবিরোধী বিক্ষোভ হয়েছে জম্মু-কাশ্মীর ও নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে।
চীনের বিরুদ্ধে শ্লোগানের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিকৃতি পোড়ানো হয়। ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনায় বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। বৈঠকের আগে লাদাখে শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিকে, ভারতের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলে জানিয়েছে চীন।
আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আগ্রহী তারা।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সংঘর্ষের ঘটনার পর চীন ও ভারত উত্তেজনা নিরসনে একমত হয়েছে। কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা সম্ভব। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে আছে।