শান্ত শান:
“শিল্পের জন্য নিবেদিত হতে পারাটা অন্য রকম প্রশান্তি ” কথার শুরুতে এমনটাই জানালেন কন্ঠ শিল্পী আরিফ। চট্টগ্রামে জন্ম নেয়া এই শিল্পী ১৯৯৮ সালে নেক্সাস ব্যান্ডের গিটারিস্ট হিসেবে যোগ দেন এবং এর প্রেক্ষিতে চট্টগ্রামের সংগীত পিপাসুদের কাছে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন।
গিটারিস্ট হিসেবে শিল্পী আরিফের যাত্রা শুরু হলেও তিনি কন্ঠ শিল্পী হিসেবেও সমান জনপ্রিয় হয়ে ওঠেন। ২০ বছর যাবৎ গানের সাথে জড়িত থাকলেও এবারই প্রথম একক গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন আরিফ। গানের শিরোনাম ‘বহুরুপ’। গানটির কথা লিখেছেন জাবের শরীফ। গানটির সুর করেছেন শিল্পী আরিফ নিজেই। আরিফের গাওয়া “বহুরুপ” শিরোনামের এই গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
একক গান নিয়ে এতটা সময় নিলেন কেন ? এমন প্রশ্নে তিনি জানান, দেখুন আমি নেক্সাস ব্যান্ডে গিটারিস্ট হিসেবে যোগ দিলেও পরবর্তীতে নিজের ব্যান্ড ‘আরিফ এন্ড ফ্রেন্ডস’ তৈরি করি এবং এখানে প্রচুর সময় দিতে হয়েছে। তাছাড়া শিল্প সাধনার বিষয়, সে যে কোন মাধ্যমের শিল্প চর্চাই হোক না কেন। তাড়াহুড়ো করে কোন লাভ নেই। আমি সারা জীবন সঙ্গীতের সাধনা করে যেতে চাই। তাই আমার একক গান নিয়ে সবার সামনে আসতে এতটা সময় নিলাম।
বহুরুপ গানটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গানটির কথা লিখেছেন জাবের শরীফ। তার লেখনি অন্যরকম। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন। আর সুমন কল্যান এরই মাঝে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আমার পরম সৌভাগ্য যে তিনি গানটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছেন। আর আমার অনুভূতি যদি জানতে চান তাহলে বলবো, প্রতিটি শিল্পীর কাছে তার সৃষ্টি তার সন্তানতূল্য। তাই আমার
সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি। এখন গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
এরই মাঝে জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।