মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা কমলেও কমছেনা মৃত্যর সংখ্যা। লকডাউনের আগে ও পরে কুমিল্লায় গড়ে প্রতিদিন ৩ জনের প্রানহানি হচ্ছে। এ নিয়ে কুমিল্লাতে এ পর্যন্ত প্রানহানি হয়েছে ৪ শতাধিক লোকের।
গেল ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৭ জনের করোনায় পজিটিভ এসেছে। মৃত্য হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৭জন। জেলায় মোট মৃত্য হয়েছে ৪০০ জনের।
৯ মে বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, করোনায় প্রানহানির মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১ জন ও দেবিদ্বার উপজেলায় রয়েছে ২ জন। তাছাড়া করোনায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১০ জন, লাকসাম উপজেলায় ২জন, দেবিদ্বার উপজেলায় ৩ জন, মুরাদনগর উপজেলায় ২ জন, বুড়িচং উপজেলায় ৩ জন, বি-পাড়া উপজেলায় ১ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ২ জন, দাউদকান্দি উপজেলায় ১ জন, বরুড়া উপজেলায় ১ জন,সদর উপজেলায় ১ জন ও হোমনা উপজেলায় ১ জন।
কুমিল্লা সিটি কর্পোরেশন ১০ জন, চান্দিনা উপজেলায় ১১ জন ও দেবিদ্ধার উপজেলায় ১৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩৫জন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ৩৩৬জন করোনা রোগী।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭০ হাজার ৬৩৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭০ হাজার ২৫৮ জনের। এর মধ্যে ১২ হাজার ৩৩৭ জনের করোনা পজিটিভ এসেছে। বিদেশগামী ২৩২ জনের নমুনা পরিক্ষায় ৬ জন করোনায় নতুন সনাক্ত হয়েছেন।