মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ৪১ জনের করোনা পজিটিভে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৯জন।
৬ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলায় ১ জন, চান্দিনা উপজেলায় ১ জন, লাকসাম উপজেলায় ১ জন ও লাঙ্গলকোট উপজেলায় ১ জনের করোনায় প্রানহানি হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ৩৯৩ জনে দাঁড়ালো।
এছাড়া গেল ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৭ জন, লাকসাম উপজেলায় ৩জন, বুড়িচং উপজেলায় ২জন, বরুড়া উপজেলায় ৫ জন, চান্দিনা উপজেলায় ৭জন, তিতাস উপজেলায় ১ জন,দেবিদ্বার উপজেলায় ২ জন, মুরাদনগর উপজেলায় ১জন, দাউদকান্দি উপজেলায় ১জন, লালমাই উপজেলায় ১ জন।
সর্ব শেষ রিপোর্টে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৯৩১জন করোনা রোগী।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭০ হাজার ৪৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৯ হাজার ৬০১ জনের। এর মধ্যে ১২ হাজার ২৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বিদেশগামী যাত্রীদের ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনায় সনাক্ত হয়েছেন।