1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

যশোরে ৯৪ নমুনায় পজেটিভ ৫, টিকা নিলেন ১৭শ’ ২৪ জন

  • সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫১২


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোরে নতুন করে ৫ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৯৪ জনের নমুনা পরীক্ষায় তাদের ফলাফর পজেটিভ আসে। সেই হিসেবে শনিবার পর্যন্ত জেলায় ৪ হাজার ৮শ’ ৮৩ জন করোনা রোগী শনাক্ত হলেন। এদিকে, এদিন যশোর জেলায় আরও ১৭ শ’ ২৪ জন করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। এই নিয়ে মোট ৯৫ হাজার ৭শ’ ৪৬ জন জন টিকা নিলেন। সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট ৩৬ টি কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটার মধ্যে টিকা প্রয়োগ কার্যক্রম চলে। শনিবার  যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮ টি কেন্দ্র থেকে ২৯২ জন, মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ৬৪ জন ,যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি কেন্দ্র থেকে ১৪০ জন, পুলিশ হাসপাতালে ১ টি কেন্দ্র থেকে ৩০ জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে থেকে ৮০ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৭৬ জন,  চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি থেকে ৯৫ জন,  মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২২০ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ১৬০ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৩২০ জন ও  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র ২৫০ জন জন টিকা গ্রহণ করেন। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৯শ’ জন ৫০ ও মহিলা রয়েছেন ৩৩ হাজার ৭শ ৯৬ জন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ১৩ মার্চ পর্যন্ত জেলায় ২৮ হাজার ১শ’১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। তাতে ৪ হাজার ৮শ’ ৮৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বর্তমানে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬শ’৭৩ জন। আর মারা গেছেন ৬৯ জন। সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, শনিবার নতুন করে শনাক্ত ৫ জনই সদর উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, বেশ কয়েকদিন হলো সদর ছাড়া অন্য উপজেলাগুলোতে করোনা রোগী শনাক্ত হচ্ছে না। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪