গাজীপুরের কাপাসিয়ায় গণ-পরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে চালকসহ ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৫ জুন) বিকেলে কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. ইসমত আরার নেতৃত্বে উপজেলার ত্রিমোহনী বাজার ও তরগাঁও মোড়ে এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি (মাস্ক ব্যবহার ও গণপরিবহণে আসনে নির্দিষ্ট দুরত্বে বসা) অমান্য করার দায়ে চালকসহ ১৪ জনকে ১৫ হাজার ৬শ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।