1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ডেসকো ও বিডা’র চুক্তি স্বাক্ষর

  • সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০

স্টাফ রিপোর্ট-

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মধ্যে সৌরশক্তি উৎপাদনের জন্য ১৫০ কি:ওয়াট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে  রাজধানীর আগারগাঁও বিডা ভবনের কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এমওইউ স্বাক্ষর করেন ডেসকো’র কোম্পানি সচিব প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এবং বিডা’র পরিচালক (ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট) মো: মারুফুল আলম। এ সময় বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবঃ) উপস্থিত ছিলেন।

এসময় বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, “নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে উৎসাহিত করতে ডেসকো’র উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ বলেন, “দক্ষিণ এশিয়ার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের অবস্থান অনেক নীচে। আমাদের লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন উল্লেখযোগ্যহারে বৃদ্ধি করা।”

চুক্তির বিষয়ে যা জানা গেল-

এ সমঝোতা স্মারকের মেয়াদ হবে ২০ বছর এবং এটি স্বাক্ষরের তারিখ হতে কার্যকর হবে। মেয়াদ শেষে উভয় পক্ষের সম্মতিতে তা আরও বৃদ্ধি করা যাবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করায় ডেসকো উপযুক্ত ক্ষমতার সোলার সিস্টেম (সোলার প্যানেল, আনুষঙ্গিক সরঞ্জাম) ও প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন, পরিচালন এবং সংরক্ষণ-এর মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী এবং বিডা বিনিয়োগ ভবনের ছাদ সৌর বিদ্যুতের প্যানেল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপনের জন্য ডেসকোকে ব্যবহার করতে দিতে আগ্রহী। তাই, ডেসকো ও বিডা পারস্পরিক সুবিধাজনক ব্যবস্থার মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়।

অনুষ্ঠানে ডেসকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম) মোঃ মোখলেসুর রহমান (অতিরিক্ত সচিব), ডেসকো’র নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌঃ মোঃ রশিদুর রহমান, নির্বাহী পরিচালক (প্রকৌশল), অঃ দাঃ প্রকৌঃ মোঃ মনজুরুল হক, নির্বাহী পরিচালক (সংগ্রহ), অঃ দাঃ প্রকৌঃ মোঃ এনামুল হকসহ বিডা এবং ডেসকো’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের প্রতি সরকারের বিশেষ গুরুত্বের প্রেক্ষাপটে, এই উদ্যোগ দুটি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সমঝোতা সৃষ্টি করবে যা দেশের শক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪