1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

“অনুপমা, তুমিই গড়বে দেশ” শীর্ষক মেলা অনু‌ষ্ঠিত

  • সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১৩

ইকরামুল হাসান-

নারী উদ্যোক্তাদের অংগ্রহণে “অনুপমা, তুমিই গড়বে দেশ”শীর্ষক বিশেষ মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৫ নভেম্বর) হতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হওয়া মেলাটি আজ শনিবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।

“পাওয়ার অব শি” আয়োজিত এই মেলা  প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চ‌লে। মেলাটি সকলের  জন্য উন্মুক্ত করা হয়েছিলো।

এই মেলায় পণ্য নিয়ে এসেছি‌লেন দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা। যারা নিজেদের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ২৭টি স্টলে ছিল দেশীয় ঐতিহ্যে তৈরি পোশাক, শাড়ী ,হাতে বানানো গহনা, নান্দনিক হস্তশিল্প, মজাদার মিষ্টান্ন-খাবার এবং আরও অনেক আকর্ষণীয় পণ্য, যা সবার মন কাড়ে।

মেলায় বিনামূল্যে মেহেদি প্রদান, গানের আসরও আয়োজন করা হ‌য়ে‌ছে। বিশেষ আকর্ষণ হিসেবে ‘মুক্তডানা’ অংশ নিয়েছে, সেখানে অটিজম আক্রান্ত শিশুদের তৈরি পণ্য বিক্রয় করা হ‌য়ে‌ছে।

নারী উদ্যোক্তাদের জীবনের সংগ্রাম, সাহস, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার প্রতিচ্ছবি হয়ে উঠে এই মেলা। মেলায় ছিল দেশীয় ঐতিহ্যের সাথে আধুনিকতার মিলনে সৃষ্ট বিভিন্ন শিল্পকর্ম, যা বাংলাদেশের সংস্কৃতি এবং নারীশক্তিকে তুলে ধরে‌ছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে শেষ দিনে, ১৬ নভেম্বর বিকালে, পারসোনা বিউটি স্যালনের প্রতিষ্ঠাতা কানিজ আলমাস খান শাড়ি উৎসব ফটো কন্টেস্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

“পাওয়ার অব শি”-এর প্রজেক্ট চীফ, সাবিনা স্যাবি বলেন, “এই মেলা শুধুমাত্র একটি প্রদর্শনী নয়; এটি একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে নতুন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ তুলে ধরতে ও দক্ষতা বাড়াতে একত্রিত হয়েছেন। দেশের স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন, যা তাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে, দেশের স্থানীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি অনন্য মঞ্চ হিসেবে কাজ করবে।”

এই মেলায়, নতুন উদ্যোক্তাদের জন্য এবং বন্যাকবলিত অঞ্চলের নারীদের জন্য একটি করে বিনামূল্যে স্টল বরাদ্দ হ‌য়ে‌ছে, যাতে প্রতিভাবান কেউই স্বপ্ন পূরণের সুযোগ থেকে বঞ্চিত না হয়। দেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রহস্ত ব্যবসাগুলোর পুনরুদ্ধারে এই মেলাটি বিশেষ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য,২০১৭ সাল থেকে “পাওয়ার অব শি” নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা, এসিডদগ্ধ নারীদের সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও সাইবার বুলিং মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করে আসছে। শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষদের পাশে দাঁড়াতেও এই সংস্থাটি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে।  এই মেলায়, নতুন উদ্যোক্তাদের জন্য এবং বন্যাকবলিত অঞ্চলের নারীদের জন্য একটি করে বিনামূল্যে স্টল বরাদ্দ হ‌য়ে‌ছে, যাতে প্রতিভাবান কেউই স্বপ্ন পূরণের সুযোগ থেকে বঞ্চিত না হয়। দেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রহস্ত ব্যবসাগুলোর পুনরুদ্ধারে এই মেলাটি বিশেষ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪