শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনা জানাজানি হতেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল গোটা আমেরিকায়। বিভিন্ন জায়গায় চলতে থাকে প্রতিবাদ। এরই মধ্যে আবার আটলান্টায় পুলিশের গুলিতে নিহত হল আর এক কৃষ্ণাঙ্গ। গত শুক্রবার তাকে গ্রেপ্তারের সময় পুলিশকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করলে রেশার্ড ব্রুকস নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ একটি রেস্তোরাঁর সামনে রাস্তা আটকে দাঁড়িয়েছিল ব্রুকসের গাড়ি। ওই গাড়িতে ঘুমোচ্ছিল বছর সাতাশের কৃষ্ণাঙ্গ এই যুবকটি। রেস্তোরাঁয় আসা অন্যান্যদের গাড়ি নিয়ে ঢুকতে অসুবিধে হওয়ায় সে কথা পুলিশকে জানান হয়েছিল। খবর পেয়ে পুলিশ এসে নেশাগ্রস্ত যুবকটিকে ধরতে গেলে সে হাত ছাড়িয়ে পালায়। পুলিশ তাকে ধাওয়া করে এবং তাকে লক্ষ্য করে গুলি চালালে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়। এদিকে আবার ব্রুকসের মৃত্যুর খবর জানাজানি হতেই দক্ষিণ-পূর্ব আটলান্টার বিভিন্ন রাস্তায় প্রতিবাদীরা জমায়েত হতে থাকেন। শনিবার সেখানে বহু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতিবাদীদের নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
ভাঙচুর করা হয় ঐ রেস্তোরাঁটি। ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবিদ্বেষের প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের আন্দোলন চলছিল। সেই বিক্ষোভ আন্দোলন চলার ক্ষেত্রে ঘৃতাহুতি দিয়ে দিল এবার এই ব্রুকসের হত্যাকান্ড। তবে এই হত্যাকাণ্ডের ঘটনার পরেই আটলান্টার পুলিশপ্রধান এরিকা শিল্ডস পদত্যাগ করেছেন। এদিকে আটলান্টা পুলিশ জানিয়েছে, তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন রডনি ব্রায়ান্ট। আর অভিযুক্ত দুই পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।