1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ২২ মে ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আমাকে যুক্তরাষ্ট্রের দেয়া  নিষেধাজ্ঞার কোন ভিত্তি নেই- জেনারেল (অব.) আজিজ আহমেদ ২য় ধাপের উপজেলা  পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু ২৯ মে ১১১ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ জাইকার সহযোগিতায় ঢাবি’সহ বিশ্ববিদ্যালয় গুলোতে শুরু হলো ডিএমপি’র “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” আগুন ও ভাংচুরের ঘটনায় ২৭০০ জনকে আসামী করে পুলিশের চার মামলা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই টাঙ্গাইলে খেলার মাঠের স্বল্পতায় কিশোররা যুক্ত হচ্ছে নেশা, জুয়া সহ গ্যাং কালচারে

ব‌রিশাল শিক্ষার্থী‌দের অব‌রো‌ধে অচল ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক

  • সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮১

শাওন খান, সদর উপ‌জেলা প্রতিনি‌ধি, ব‌রিশালঃ

বরিশাল নগরীতে একটি মেসে হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা সড়ক সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের আট রুটে যান চলাচল বন্ধ হয়ে আছে।

সবশেষ বুধবার বেলা দেড়টা পর্যন্তও সড়কে অবস্থান নিতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।

এমন পরিস্থিতিতে বিকল্প পথে কিছু যানবাহন চলাচলের চেষ্টা করলেও তাতে যানজট কমেনি। সকাল থেকে রাস্তায় আটকে থাকায় যানচালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে। কিছু যাত্রীকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

পটুয়াখালী থেকে বরিশাল গিয়েছিলেন সুলতানা ফিরোজ। তিনি জানান, খয়রাবাদ ব্রিজ এলাকায় পৌঁছানোর পর বাস আর চলেনি। সেখানে যাত্রীদের নেমে যেতে বলা হয়। তিনি সেখান থেকে হেঁটে রওনা হয়েছেন।

ব‌রিশাল থে‌কে বরগুনাগামী শওকত আলী বলেন, ‘অ‌নেক মালামাল লইয়া ব‌রিশাল রওনা হ‌ই‌ছি। কী যে ভোগা‌ন্তি‌তে পড়‌ছি তা অ‌াল্লাহ ছাড়া কেউ বোজ‌বে না।’

বাউফল থেকে ঢাকাগামী রওশন আরা মুরশীদ ব‌লেন, ‘ব‌রিশা‌লের গা‌ড়ি‌তে আস‌ছিলাম। রাস্তায় না‌মি‌য়ে দি‌ছে। এখন সন্তান নি‌য়ে হাঁট‌ছি শুধু।’

আরেক যাত্রী সুজয় দাস শুভ ব‌লেন, ‘ঝা‌মেলা হই‌ছে ছাত্র আর শ্রমিক‌গো ল‌গে। ভুগ‌তে‌ছি মোরা। এটা কিছু হয় না। ফাও মানুষ‌রে ভোগায়।’

রাস্তা সচলের বিষয়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মাহামুদুল্লাহ শামীম জানান, তাদের চেষ্টা চলছে। তবে কখন যান চলাচল স্বাভাবিক করা যাবে তা তিনি বলেননি।

এদিকে সড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে সকাল ১০টার দিকে সেখানে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাদেকুল আরেফিন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মেসে হামলার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এর পর অবরোধ তুলে নিতে ওই শিক্ষার্থীদের কয়েকজনকে নিয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে যান তিনি। সেখান থেকে বের হয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি সোহেল রানা সাংবাদিকদের জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি। মেসে হামলাকারী পরিবহন শ্রমিকদের গ্রেপ্তার না করা পর্যন্ত সড়কে অবরোধ চলবে।

তবে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। কেউ থানায় লিখিত অভিযোগও দেয়নি।

হামলার ঘটনায় কোনো পরিবহন শ্রমিকের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন শিপন। যাত্রী ও চালকদের দুর্ভোগ নিরসনে সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

যেভাবে ঘটনা শুরু

নগরীর রুপাতলী হাউজিংয়ের একটি মেসে মঙ্গলবার গভীর রাতে ওই হামলা হয়। এতে আহত হন ১১ শিক্ষার্থী। তারা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে রুপাতলী বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জেরে রাতে তাদের ওপর হামলা চালানো হয়।

তারা বলেন, দুপুরের ওই ঘটনার প্রতিবাদে ওই সময় একবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। সে সময় অবরোধের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহামুদুল হাসান তমালের মেসেই রাতে হামলা চালানো হয়।

শিক্ষার্থীরা জানান, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরিবহন শ্রমিকদের একটি দল তমালকে মারতে গেলে খবর পেয়ে আশপাশের মেসে থাকা শিক্ষার্থীরা সেখানে যান। সে সময় হামলায় আহত হন ১১ জন। হামলাকারীরা পালিয়ে গেলে আহতদের হাসপাতালে নেয়া হয়। সেখানে সার্জারি বিভাগে তারা চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, খবর পেয়ে রাতেই তিনি অন্য শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থাও করেন।

রাতেই ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সকাল থেকে আবারও শুরু হয় তাদের অবরোধ।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাওয়ার জন্য বিআরটিসি কাউন্টারে যান। সেখানে রফিক নামের একজন বাস স্টাফের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করেন রফিক। লাঞ্ছিত করা হয় ফারজানাকে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা ২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে কয়েক ঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় বিআরটিসির বাস কাউন্টারও।

ওসি জানান, হামলার অভিযোগে রফিককে আটকও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪