গাজীপুর প্রতিনিধি
২০২১ সাল নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১১০ জনে।
সোমবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে গাজীপুরের সিভিল সার্জেন অফিসের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, গাজীপুরে চলতি বছরের জানুয়ারীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয় ।
জানুয়ারিতে গাজীপুরে ৩ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৪১ জন শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরের ১৮০ জন, কালীগঞ্জ ১২ জন, কালিয়াকৈর ১৭ জন, শ্রীপুর ২০ জন ও কাপাসিয়ায় ১২ জন আক্রান্ত হয়েছেন। তবে জানুয়ারীতে মাসে এ জেলায় ৭৬৭ জন সুস্থ্য হয়েছেন। এ পর্যন্ত জেলায় সর্বমোট সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৮শ ৩৮জন । এ পর্যন্ত সর্বমোট ৫৭ হাজার ৭শ ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১০ জন।
বিগত সাত মাসের পরিসংখনে দেখা যায়, গত বছরের ২৭মে মৃত্যুর সংখ্যা ছিল মাএ চার জন । হঠাৎ এক মাসের ব্যবধানে ২৭ জুন পর্যন্ত যা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে। গত বছরে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও মৃত্যুর হার ছিল কম, কিন্তু নতুন বছরের শুরুতে আগের তুলনায় মৃত্যুর হার অনেক বেশি। যা বিগত ছয় মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা নতুন বছরের জানুয়ারী মাসে ১৪ জন। বিগত ছয় মাসে (প্রতি এক মাসের হিসাবে) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু নতুন বছরের জানুয়ারীতে ৬%।