আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর
রংপুরের জন্য বরাদ্দ প্রথম ধাপের আড়াই লাখ ডোজ করোনা ভ্যাকসিন রংপুরে এসে পৌঁছেছে।
রবিবার (৩১জানুয়ারি) ভোর ৬ টায় বেক্সিমকোর একটি ফ্রিজার ভ্যানে সেরামের ১৭ কার্টুন ভ্যাকসিন আনা হয়। ভ্যাকসিনগুলো কোল্ড চেইন মেইনটেইন করে আইএলআর ফ্রিজে সংরক্ষিত আছে বলে জানা যায়।
জানা যায়,রংপুরের সাত উপজেলায় সাতটি বুথের মাধ্যমে এবং সিটি কর্পোরেশনে ছয়টি বুথের মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারী থেকে রংপুরবাসীর মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।
রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, প্রাপ্ত বিশ হাজার চারশত ভ্যাকসিন দেয়া যাবে দুই লাখ চল্লিশ জনের মাঝে। স্বাস্থ্যকর্মী,পুলিশ, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ্ব ব্যাক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পেতে তালিকাভুক্তদের অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিষ্ট্রেশন না করলে ভ্যাকসিন দেওয়া হবে না।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য যায়, রংপুর বিভাগের দিনাজপুর জেলায় আট কার্টুন, কুড়িগ্রামে পাঁচ কার্টুন, লালমনিরহাটে তিন কার্টুন, গাইবান্ধায় ছয় কার্টুন, নীলফামারীতে পাঁচ কার্টুন, পঞ্চগড়ে দুই কার্টুন এবং ঠাকুরগাঁওয়ে চার কার্টুন ভ্যাকসিন সরবরাহ করা হবে। সে হিসেবে এই বিভাগে প্রথম ধাপে ছয় লাখ আট চল্লিশ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।