কমলকুমার ঘোষ, কলকাতা প্রতিনিধি:
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়ীতে বিজেপিতে যোগ দিলেন পাঁচ রাজনৈতিক নেতা ও এক অভিনেতা। পশ্চিমবঙ্গের বন মন্ত্রী সদ্য তৃনমূল কংগ্রেস থেকে ইস্তফা দেয়া রাজিব বন্দ্যোপাধ্যায়, হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া( ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা), উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী , হাওড়ার প্রাক্তন বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়, এবং বাংলা সিনেমা ও সিরিয়ালের বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল যিনি কিছুদিন আগে পর্যন্ত তৃনমূল কংগ্রেসের নেতা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদে ছিলেন । অমিত শাহের বাড়ীতে এ আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীয় এবং অধুনা বিজেপি নেতা মুকুল রায়। আগে কথা ছিলো রবিবার হাওড়ার ডুমুরজলায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এরা দলে যোগ দেবেন । কিন্তু হঠাৎ দিল্লীতে ইসরাইলের উপ- হাইকমিশনের হামলা ও লাল সতর্কতা জারি হওয়ার জন্য অমিত শাহ কলকাতায় আসতে পারছেন না। তার সফরসূচী বাতিল হওয়ায় শনিবার এসব নেতাদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কৈলাশ বিজয় বর্গীয় ও মুকুল রায়ের সাথে তারা দিল্লী যান । তারপর তাদের বিমানবন্দর থেকে সরাসরি অমিত শাহের বাড়ীতে নিয়ে যাওয়া হয়। তবে শনিবার রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যরা কলকাতায় ফিরে আসেন । রবিবারে সবাই হাওড়ার ডুমুরজলার জনসভায় হাজির থাকবেন । যতদূর জানা গেছে সেখানে অমিত শাহের পরিবর্তে উপস্থিত থাকবেন রাজনাথ সিং ।