1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

কোরবানির ঈদে কলকাতায় এবার দুম্বার দাপট

  • সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২৩

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যান্য শহরের মতো কলকাতাতেও পবিত্র ঈদুল আজহা শনিবার পালিত হবে। যাদের সামর্থ্য আছে, তারা কোরবানি করবেন। গরু, ছাগল, উট বা দুম্বা জাতীয় পশু কোরবানি করা হয়ে থাকে। এই কোরবানি উপলক্ষে অন্যান্য বারের মতো এ বছরও শহর কলকাতার বেশ কয়েকটি স্থানে বিশেষ অস্থায়ী হাট শুরু হয়েছে। এই হাটগুলোতে মূলত ছাগল বা খাসি পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও দুম্বাও রয়েছে। হেস্টিংস এলাকায় দুম্বা দেখতে এবং কেনাকাটা করতে ব্যাপক ভিড় হচ্ছে।

এ দিন প্রতিবেদক নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট ও রাজাবাজার নারকেলডাঙা এলাকা পরিদর্শন করেন। জাকারিয়া স্ট্রিটে স্থানীয় কাউন্সিলর আয়েশা কানিজের উদ্যোগে অস্থায়ী হাট বসেছে। বহু দূরদূরান্ত থেকে ছাগল ও দুম্বা বিক্রি করতে এসেছেন অনেকেই। প্রতিবেদক তাদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও আলোচনা করেন। গরু নিয়ে বিজেপি রাজনীতি করার কারণে এবার অনেকেই গরু কোরবানি দিচ্ছেন না, ফলে ছাগল কিংবা দুম্বার দিকে বেশি ঝোঁক দেখা যাচ্ছে।

নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিটে দুম্বা বিক্রি করতে এসেছেন মুর্শিদাবাদের পশু ব্যবসায়ী মিঠু শেখ। তিনি এ বছরই প্রথম এখানে এসেছেন। মিঠু শেখ জানান, মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার রতনপুরে মুন্না শেখের পশু খামারে তিনি একজন কর্মচারী হিসেবে কাজ করেন। কোরবানির সময় পশু, বিশেষ করে দুম্বার চাহিদা থাকে, তাই ৩৫টি দুম্বা নিয়ে এখানে এসেছেন। আরও কয়েকজন দুম্বা বিক্রি করছেন।

দাম জিজ্ঞেস করতেই জানা গেল, ছোট সাইজের একটি দুম্বার দাম দেড় লাখ টাকা। মিঠু বা অন্য বিক্রেতা জাব্বারের কাছে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দামের দুম্বা রয়েছে। অন্যদিকে, এই অস্থায়ী পশু মার্কেটে কুড়ি হাজার টাকার মধ্যে অনেক খাসি পাওয়া যাচ্ছে, আবার লাখ টাকার উপরে অনেক খাসিও রয়েছে। খাসি বিক্রির জন্য হুগলির এক বাসিন্দা মোস্তাক আলী জানান, তিনি বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন এবং অন্যান্য বাজারের তুলনায় এখানে বেশি দাম পাওয়া যায়।

দুপুরবেলা ক্রেতাদের ভিড় তেমন থাকে না, তবে বিকেল এবং সন্ধ্যার পরে বহু মানুষ দামদর করা বা কেনাবেচার জন্য আসেন। দেখা গেল, একজন আশি হাজার টাকা দিয়ে দুম্বা কিনলেন। আলিমুদ্দিন স্ট্রিটের ওই বাসিন্দা বলেন, ‘দাম কিছুটা বেশি লাগল ঠিকই, তবে কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, তাই দুম্বা কিনলাম।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪