আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ:
ময়মনসিংহ বিভাগের চার জেলায় জন্যে ৫ লাখ ৪ হাজার ডোজ কোভিড-১৯ এর ভ্যাকসিন এসে পৌঁছেছে।এর মধ্যে ময়মনসিংহ জেলায় ২৭ কার্টুন অর্থাৎ ৩ লাখ ২৪ হাজার ডোজ বুঝে নিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম। পরে ভ্যাকসিনগুলো ইপিআই কোল্ড রুমের সংরক্ষনাগারে রাখা হয়।
তাপ নিয়ন্ত্রক যানে কড়া নিরাপত্তা ও সতর্কতার মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ময়মনসিংহ ইপিআই কেন্দ্রে গত (বৃহস্পতিবার) রাতে এসে পৌঁছেছে কোভিড-১৯ ভ্যাকসিন।
এ সময় ডেপুটি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম, ইপিআই সুপার মো. এমদাদুল হক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আঞ্চলিক বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ ও বেক্সিমকো প্রতিনিধিরা জানায়, প্রথম পর্যায়ে ময়মনসিংহ ইপিআই কেন্দ্রের ২৭ কার্টুন যার মধ্যে ১২০০ ভায়াল করে রয়েছে। প্রতিটি ভায়াল ১০ টি ডোজ অর্থাৎ সর্বমোট ৩ লক্ষ ২৪ হাজার ডোজ দেয়া যাবে।
এছাড়া শেরপুর জেলায় ৩ টি , নেত্রকোনা ও জামালপুরে ৬ কার্টুন করে মোট ১৫ কার্টুন কোভিড ১৯ এর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কবে থেকে এই ভ্যাকসিন দেয়া হবে তা এখনোও নির্ধারণ হয় নাই।স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ শেষে গুরুত্ব অনুযায়ী বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হবে বে আশা করা হচ্ছে।