1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

চিনে অভিনব ফ্যাশন শো, পিপিই পরে ব়্যাম্প মাতালেন মডেলরা

  • সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৩০৬

বাংলাদেশ বুলেটিন ডটকম ডেস্ক

রকমারি পোশাক পরে ফ্যাশন শো’র কথা কারই বা অজানা। অল্পবিস্তর সকলেরই জানা। ফ্যাশনিয়েস্তারা তো আবার ব়্যাম্পের দিকে হাঁ করে তাকিয়ে থাকেন। যাতে পোশাক হোক কিংবা মডেলদের আনাগোনা কোনওকিছুই বাদ না পড়ে। এ তো নয় ছিল করোনা পূর্ববর্তী সময়ের কথা। তবে করোনার দাপটে বদলে গিয়েছে গোটা বিশ্ব। নিউ নর্মালে অভ্যস্ত হয়েছি আমরা। এই পরিস্থিতিতে অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিল করোনা উৎসস্থল সেই চিনই (China)।

সম্প্রতি চিন-ড্যাংডং ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। তাতেই অংশ নেন বহু মডেল। রকমারি ব্যতিক্রমী পোশাক পরে ওই মডেলরা ব়্যাম্প মাতিয়েছেন বলে ভাবছেন? না মোটেও না। বরং আপনার ভাবনা আর বাস্তবের মধ্যে অনেক ফারাক রয়েছে। কারণ, এই শো হালফিলের ফ্যাশন শো’র থেকে একেবারে আলাদা। মডেলদের পরনে ছিল পিপিই কিট। আবারও পিছনে ফিরে ওই শব্দগুলি হাতরানোর প্রয়োজন নেই। আপনি ঠিকই পরেছেন। মডেলদের পরনে ছিল পিপিই কিট (PPE Kit) বা পার্সোনাল প্রটেক্টিভ ইকিউপমেন্ট। করোনা পরিস্থিতিতে এই ফ্যাশন শো বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়।

এই ধরনের ব্যতিক্রমী ফ্যাশন শো সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। যাঁরা ফ্যাশন সম্পর্কে সচেতন তাঁরা এই নিয়ে আলোচনাও করছেন। উপকৃত হয়েছেন পিপিই কিট প্রস্তুতকারকরাও। নিউ নর্মালে তাঁদের ব্যবসা মন্দা যাচ্ছে না। তবে এই ফ্যাশন শো’র (Fashion Show) পর চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নন এমন অনেক মানুষই নাকি পিপিই কিটের প্রেমে মজেছেন। ফলে বিক্রি খানিক বাড়বে বলেই আশা ব্যবসায়ীদের।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪