1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

আবারো জয়া!

  • সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২৯৫

বাংলাদেশ বুলেটিন ডটকম

পুজোয় মুক্তি পেয়েছিল সৌকর্য ঘোষালের ‘রক্তরহস‌্য’ ।দর্শকদের পাশাপাশি সমালোচকের প্রশংসা পেয়েছিল ছবিটি। তবে সেসব এখন অতীত। এখন নতুন পথে পা বাড়াতে চলেছেন টলিউডের তরুণ পরিচালক। ‘ভূত পরী’র পর আবারও অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।নতুন ছবির নাম ‘ওসিডি’। রেনবো জেলি’তে অভিনব বিষয় ও প্রয়োগ ভাবনার প্রমাণ রেখেছিলেন পরিচালক সৌকর্য। তারপর কোয়েল মল্লিক অভিনীত  ‘রক্ত রহস্য’তে এক ধরনের পরিচ্ছন্নতা ও পরিশীলিত মুড প্রায় সারাক্ষণ বজায় রেখেছেন। বাঙালি ভূতের গল্প ফেঁদেছেন সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ভূত পরী’তে।

সে ছবি এখনও মুক্তি পায়নি।এর মধ্যেই জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। রেনবো জেলি’তে অভিনব বিষয় ও প্রয়োগ ভাবনার প্রমাণ রেখেছিলেন পরিচালক সৌকর্য। তারপর কোয়েল মল্লিক অভিনীত  ‘রক্ত রহস্য’তে এক ধরনের পরিচ্ছন্নতা ও পরিশীলিত মুড প্রায় সারাক্ষণ বজায় রেখেছেন। বাঙালি ভূতের গল্প ফেঁদেছেন সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ভূত পরী’তে।  সে ছবি এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। 

টলিপাড়ায় জোর গুঞ্জন ছিল, জয়া নাকি এই ছবিটি প্রযোজনাও করতে পারেন। যেহেতু তিনি বাংলাদেশে ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত। কিন্তু না, তিনি সেই সম্ভাবনা নস‌্যাৎ করে দেন নায়িকা নিজেই। বুধবার হোয়াটসঅ‌্যাপে তিনি অবাক হয়ে জানালেন, “আমি কী করে প্রোডিউসার হব! এই ছবিতে আমি শুধু অভিনয় করছি।”  

সৌকর্য জানালেন, তিনি এবং তাঁর স্ত্রী পূজা যৌথভাবে তাঁদের সংস্থা ‘ইন্ডিজেনাস ফিল্মস’ থেকেই এই ছবি প্রযোজনা করছেন। জয়া ছাড়া অন‌্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।  একজন ব‌্যক্তির ‘ওসিডি’ বা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার আছে কি নেই, তাই নিয়েই গল্প। ফেব্রুয়ারি মাসেই নতুন এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ক‌্যামেরার দায়িত্বে আলোক মাইতি। সুর করবেন নবারুণ বসু।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪