কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি
আগামীকাল ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচনদ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে, কলকাতার ঐতিহাসিক স্মৃতিসৌধ “ভিক্টোরিয়া”-য় স্থাপিত হতে চলেছে দুটি নতুন গ্যালারি৷ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী৷ প্রথম গ্যালারিটি সাজানো হচ্ছে নেতাজী সুভাষের জীবন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর নানা অবদান ও কর্মকান্ডের উপর৷ নাম, “নির্ভীক সুভাষ”৷ দ্বিতীয়টি তৈরি হচ্ছে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে৷ নাম রাখা হয়েছে, “বিপ্লবী ভারত”৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিশিষ্টজন৷ রবিবার অর্থাৎ ২৪শে জানুয়ারি থেকেই গ্যালারি দুটি উৎসাহী দর্শকদের জন্য খুলে দেওয়া হবে৷ ভিক্টোরিয়া, যেখানে সযত্নে রক্ষিত আছে ইতিহাসের নানা নিদর্শন ও দলিল, সেখানে এমন নতুন দুটি গ্যালারি সংযোজিত হলে যে, তা আরও আকর্ষণিয় হয়ে উঠবে, সে ব্যাপারে কারোরই কোনও দ্বিমত নেই৷
এদিন নেতাজী-জয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল-এ একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ সেখানে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পীরা৷ তারপর, সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফিরে যাবেন দিল্লি৷
শনিবার নেতাজী সুভাষের ১২৫তম জন্মদিন উপলক্ষে যে ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী এক বিরাট কর্মসূচী নিয়ে কলকাতায় আসছেন, সেই খবর ইতিপূর্বে “বাংলাদেশ বুলেটিন”-এ প্রচারিত হয়েছে৷ এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি দিল্লি থেকে এসে দমদম বিমানবন্দরে নামবেন৷ সেখান থেকে সড়কপথে না গিয়ে, হেলিকপ্টারে এসে পৌঁছবেন কলকাতা রেস কোর্স-এ৷ তারপর গাড়িতে যাবেন “জাতীয় গ্রন্থাগার”-এ৷ সেখানে নেতাজী বিষয়ক একটি অনুষ্ঠানের পরে বিকেল ৫টা নাগাদ পৌঁছবেন ভিক্টোরিয়ায়৷ এই দুটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদানকে কেনদ্র করে ইতিমধ্যে গোটা কলকাতাসহ জাতীয় গ্রন্থাগার ও ভিক্টোরিয়া সেজে উঠেছে৷
এদিকে, “জাতীয় গ্রন্থাগার”-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির জন্য আজ শুক্রবার বিকেল থেকেই উৎসাহী পড়ুয়া ও গবেষকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে৷ আগামীকালও তাঁরা সেখানে ঢুকতে পারবেন না৷ এ’নিয়ে মানুষের মনে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে৷ কারণ তাঁদের বক্তব্য, এর আগে দেশের বহু প্রধানমন্ত্রী, রাষট্রপতি ও দেশ-বিদেশের বহু গণ্যমান্য ব্যাক্তির উপস্থিতি ঘটেছে এই পৃথিবীবিখ্যাত গ্রন্থাগারে৷ কিন্তু, সে’জন্য কোনওদিন পড়াশোনা ব্যাহত হয়নি৷