বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশকে কোভিড-১৯ টিকা সরবরাহে ভারতের দিক থেকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে কোভিড-১৯ টিকা আসাটা দুই দেশের জন্যই লাভজনক। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দোরাইস্বামী এসব কথা বলেন।
তবে, ভারত থেকে বাংলাদেশে কোভিড-১৯ এর টিকা আমদানিতে টিকার দামের ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।
তিনি বলেন, ভারতের পর বাংলাদেশই প্রথম করোনাভাইরাস টিকা পাবে। দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশে করোনার টিকা পাঠাবে ভারত। টিকা আসার পর সরকারের কাছে হস্তান্তর করা হবে। এরপর সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।