এবার প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্যপদ লাভ করেছেন তিনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সদস্যপদ লাভ করেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘অপু-জয় প্রোডাকশন হাউস’।
তবে সমিতির সদস্যপদ নিতে শুরুতে অপু বিশ্বাস প্রতারণার আশ্রয় নেন। সাবেক স্বামী সুপারস্টার শাকিব খানের নাম ব্যবহার করে বিশেষ সুবিধা নিতে চেয়েছিলেন তিনি। সদস্য হওয়ার আবেদনপত্রে স্বামী হিসেবে শাকিব খানের নাম উল্লেখ করেন তিনি। যদিও শাকিব খানের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে কয়েক বছর আগে। আইন অনুযায়ী অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করতে পারবেন না।
এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামুসল আলম বলেন, “আমাদের সমিতির নিয়মে আছে, কোনো প্রযোজকের স্বামী/স্ত্রী, সন্তান মাত্র ১১ হাজার টাকায় প্রযোজক হিসেবে সদস্যপদ লাভ করতে পারবেন। কিছুদিন আগে যখন সমিতিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছিল তখন আবেদনপত্রে অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করে সুযোগটি গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা জানি অপু বিশ্বাস এখন শাকিব খানের স্ত্রী নন। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে আরো দুই বছর আগে। পরে যখন আমরা পুনরায় দায়িত্বগ্রহণ করি তখন আমরা তার সদস্যপদ স্থগিত করি। শাকিবের নাম বাদ দিয়ে পুনরায় আবারও সে পূর্ণ টাকা দিয়ে নতুন করে আবেদন করলে তাকে সদস্যপদ দেওয়া হয়।”
প্রযোজক হিসেবে যেহেতু ছেলের নামও আছে, তাহলে তিনি কেনো সমিতির এই সুযোগ পাবেন না? জাগরণ অনলাইনের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তার ছেলে জয় এখন ছোট। প্রযোজনা করার কোনো সক্ষমতা তার নেই। তবে তার বয়স ১৮ বছর হলে তিনি আবেদন করতে পারবেন। তখন আমরা সদস্যপদ দেওয়ার বিষয়টি আমলে নেবো।”
২০১৭ সালের ডিসেম্বরে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঠানো হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে সিটি করপোরেশনে ১৫ জানুয়ারি হাজির হতে শাকিব খান ও অপু বিশ্বাসকে বলা হয়। সেদিন শুধু অপু বিশ্বাস সিটি করপোরেশনে যান। শাকিব খান তখন থাইল্যান্ডে একটি ছবির গানের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।
দ্বিতীয়বার ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি তাঁদের ডাকা হলে শাকিব খান ও অপু বিশ্বাস দুজনে অনুপস্থিত থাকেন। তারপর ১২ মার্চ তৃতীয় ও শেষবারের জন্য তাদের আবারো ডাকা হয়। বেলা ১২টা নাগাদ কেউ উপস্থিত না হওয়ায় বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।