সদ্য প্রয়াত অভিনেতা, নির্দেশক, কবি, আবৃত্তিকার ও অঙ্কনশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর আঁকা ছবি নিয়ে কলকাতায় শুরু হয়েছে এক চিত্রপ্রদর্শনী৷ আকাদেমী অব ফাইন আর্টস-এর নিউ সাউথ গ্যালারীতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্যোক্তা বোলপুরের “প্রাচ্য-প্রতীচী” সংস্থা ৷
প্রদর্শনীটি মূলত দুই বাংলার যৌথ প্রয়াস ৷ এখানে বাংলাধেশের ৯ জন এবং ভারতের ২৪ জন শিল্পীর আঁকা ছবি রয়েছে ৷ এছাড়াও স্থান পেয়েছে ৭ জন ভাস্করের কাজ ৷
প্রদর্শনীটি শুরু হয়েছে ২৫শে ডিসেম্বর ৷ চলবে বছরের শেষদিন পর্যন্ত।
এখানে বাংলাদেশের যেসব চিত্রশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি এঁকেছেন, তাঁরা হলেন জামাল আহমেদ, শেখ আফজল হোসেন, সামসুদ্দোহা, দুলাল চদ্র গায়েন, শাহজাহান আহমেদ বিকাশ, আবদুল সাত্তার তৌফিক, কামালউদ্দিন, রত্নেশ্বর সূত্রধর ও সুমন বৈদ্য৷ ভারতের শিল্পীদের মধ্যে আছেন শুভাপ্রসন্ন, হীরেন মিত্র, সুব্রত গঙ্গোপাধ্যায়, অশোক মল্লিক, রূপচাঁদ কুন্ডু, মনোজ রায়, প্রসেনজিৎ সেনগুপ্ত, ছত্রপতি দত্ত, শেখ শাহজাহান, গোপালচনদ্র নস্কর, দেবাশিস মল্লিক চৌধুরী, দীপশিখা, দেবাশিস দাস, পল্ চিরঞ্জিত, নবনীতা, সুব্রত দাস, গৌতম দাস, সন্দীপ বাজপেয়ী, দীপঙ্কর রায়, অভিজিৎ সেনগুপ্ত, সুভাষ পাল ও পার্থ দাস ৷ এই প্রদর্শনীতে যাঁদের ভাস্কর্য্য রয়েছে, তাঁরা হলেন মৃণালকান্তি গায়েন, রামকুমার মান্না, কুমকুম দাস, কৃষ্ণেন্দু টিকাদার, প্রণবেশ মন্ডল, স্বরাজ পাল ও তাপস ঘোষ৷

“প্রাচ্য-প্রতীচী”-র এই ব্যাতিক্রমী উদ্যোগটি কলকাতার শিল্পরসিক মহলে অত্যন্ত প্রশংসিত হচ্ছে৷ কারণ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্যান্য প্রতিভা নিয়ে বহু আলোচনা হলেও, তিনি নিজে যে ছবিও আঁকতে পারতেন, সেকথা অনেকেই জানেন না ৷ যাঁরা জানেন তাঁরাও সেভাবে বলেন না ৷ উদ্যোগী সংস্থার পক্ষে তাপস মল্লিক জানালেন, “প্রাচ্য-প্রতীচী”-র যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালে ৷ তার অনুপ্রেরণা যুগিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে৷ তাপসবাবু আরও বললেন যে, দুই বাংলার সেতুবন্ধনের পাশাপাশি সামগ্রিকভাবে বাংলার শিল্পকে গোটা পৃথিবীতে প্রসারিত করার চেষ্টা করে চলেছে এই সংস্থা৷