মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক তথ্য
প্রকাশ করেছেন প্রেসিডেন্টের সাবেক এক সহযোগী। ট্রাম্পের দাম্পত্য জীবন সুখের নয় এবং তার ক্ষমতার মেয়াদ শেষ হলে মেলানিয়া তাকে ছেড়ে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্পের সাবেক রাজনৈতিক সহযোগী ওমারোসা এম নিউম্যান সম্প্রতি ‘আনহিঙ্গড: অ্যান ইনসাইডারস অ্যাকাউন্ট অব দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ নামে একটি বই লিখেছেন। ওই বইয়ে ট্রাম্পের দাম্পত্য জীবনসহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইম’ (আইবিটি) সম্প্রতি নহিঙ্গড: অ্যান ইনসাইডারস অ্যাকাউন্ট অব দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প ও মেলানিয়াকে নিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
বইটিতে ওমারোসা এম নিউম্যান দাবি করেছেন, মেনানিয়া ট্রাম্প স্বামী-স্ত্রীর সম্পর্কের কারণে ট্রাম্পের সঙ্গে বসবাস করছেন না। তিনি মূলত বিবাহপূর্ব চুক্তি আর প্রেসিডেন্টের ক্ষমতার দাপটে তার সঙ্গে রয়েছেন। কিন্তু প্রেসিডেন্টের মেয়াদ শেষে হলেই তিনি ট্রাম্পকে ত্যাগ করবেন।
নিউম্যানের দাবি, ট্রাম্পের দাম্পত্য জীবন মোটেও সুখকর নয়। সুযোগ পেলেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান মেলানিয়া। কিন্তু ট্রাম্প ক্ষমতায় থাকাকালে বিচ্ছেদ ঘটালে চাইলে বড় বিপদে পড়তে পারেন তিনি। এজন্য তিনি অপেক্ষা করছেন কবে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হলেই সম্পর্কচ্ছেদে এক মুহূর্ত দেরি করবেন না মেলানিয়া।