গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রথমবারের মতো তিন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে আরও তিন কারোনায় আক্রান্ত হয়েছে। নতুন ছয়জন নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে।রোববার (১৪ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস।ডা. প্রণয় ভূষণ দাস বলেন, করোনার উপসর্গ থাকায় ১০ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন পুলিশ সদস্যসহ ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।
পরে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৫ জনের নমুনা পরীক্ষা করে রোববার তিন পুলিশ সদস্যসসহ ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়। উপজেলায় প্রায় ১৮০০ জনের নমুনা সংগ্রহ করে ২৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত ৫০ জন সুস্থ হয়েছেন।ডা. প্রণয় ভূষণ দাস আরও বলেন, আগে শ্রীপুর উপজেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হতো। এতে প্রায় ৭-৮ দিন সময় লেগে যেতো। এখন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করায় দ্রুত ফলাফল জানা সম্ভব হচ্ছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। তবুও কারও শারীরিক অবস্থার উন্নতি না হলে হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে।