1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ভারতীয় রাজকন্যের আবদার কিং খান কন্যার

  • সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৫

বিদেশি রাজকন্যা তো অনেক আছেন, ভারতীয় রাজকন্যাদের রূপকথা কই! এ নিয়েই ডিজনির কাছে আবদার করলেন কিং খান কন্যা সুহানা খান।

শাহরুখ তনয়া সম্প্রতি নেটাগরিকদের কাছে মন খুলেছিলেন, তাঁর ভারতীয় শ্যামবর্ণ নিয়ে সোশ্যাল বুলিং-এর ব্যাপারে। জানিয়েছিলেন, ছোট থেকেই তাঁর চাপা রঙের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। ডিজনির কাছে ভারতীয় রাজকন্যার রূপকথা চেয়ে সুহানার বায়নাতেও সুহানার ছোটবেলার খারাপ অভিজ্ঞতারই প্রতিফলন দেখছেন অনুরাগীরা।


নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই ডিজনির কাছে আবদার করেছেন সুহানা। ডিজনির জনপ্রিয় ছবি আলাদিনের চরিত্র রাজকন্যা জাসমিনের রাগী মুখের ছবি দিয়েপ্রশ্ন করেছেন, ‘ডিজনি একজন ভারতীয় রাজকন্যা বানাও এবার।’

সুহানার এই আর্জি মুহূর্তেই প্রচুর সমর্থন পায় নেটাগরিকদের কাছ থেকে। অনেকেই শাহরুখ তনয়ার ইনস্টা স্টোরির সুর ধরে ডিজনির কাছে একই আবেদন করেন। অবশ্য ডিজনি শেষমেশ সুহানার আবেদনে সাড়া দেয় কি না সেটাই দেখার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪