বিশ্ব ইজতেমা ময়দানে ২ দিনের জোড় ইজতেমা শুরু হবে। আগামীকাল ১৮ ডিসেম্বর এ ইজতেমা হবে। এ উপলক্ষে প্রস্ততি নেওয়া হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) থেকেই মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।
সিমিত পরিসরের আয়োজন উপলক্ষ্যে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।