প্রতি বছরের মত এবারও কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “বাংলাদেশ বিজয় উৎসব” ৷ ৫০তম এই উৎসবের আয়োজক বাংলাদেশ উপ-হাইকমিশন ৷
এই উপলক্ষে আগামী ১৬ই ও ১৭ই ডিসেম্বর কমিশন প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
দুইদিনই নামী শিল্পীরা পরিবেশন করবেন সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি৷ এছাড়াও, থাকবে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আলোকচিত্র এবং তথ্যচিত্র প্রদর্শনী৷
১৭ই ডিসেম্বর আয়োজিত হবে আলোচনা সভা ৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করবেন মুক্তিযুদ্ধ-গবেষক লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলি জহির ৷
এছাড়াও আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতের বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী৷