1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

“প্যাভিলিয়ন” এর শীত আয়োজন

  • সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭৬২

শীতকাল মানেই ফ্যাশন আর উষ্ণতার মিশ্রণে বাহারি পোশাকের নতুন সমারোহ। এই দিকটি মাথায় রেখে ফ্যাশন হাউস প্যাভিলিয়ন এবার নিয়ে এসেছে সাশ্রয়ী দামে উন্নত মানের শীতের পোশাক। প্রায় ২০ টির অধিক ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি প্যাভিলিয়ন এর আউটলেটে এবং অনলাইনে মিলছে অন্যান্য সকল শীতের পোশাক।


প্যাভিলিয়ন এর শীতের আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বিশেষ ডিজাইনের পোশাক। শীতের এসব পোশাকের মধ্যে রয়েছে ছেলে ও মেয়েদের বোম্বার জ্যাকেট, সোয়েটার, কুইল্টেট ভেস্ট, পাফার জ্যাকেট, বিভিন্ন রকম হুডি, ছেলেদের ক্যাজুয়াল বেøজার, মানকি ক্যাপ ও স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট, বক্সার এবং কিডস হুডি। এসব পোশাকের দাম থাকছে ১২০০ টাকা থেকে ৫,০০০ হাজার টাকার মধ্যে।


প্যাভিলিয়ন এর আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, বিশেষ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, ছেলে মেয়েদের জিনসের পোশাক, পোলো টি শার্ট।
প্যাভিলিয়ন কাজ শুরু করেছে ২৩ শে আগষ্ট ২০১৭ সাল থেকে। ঢাকার মিরপুর- সারে ১১ এ অবস্থিত পল্লবীতে প্যাভিলিয়নের অফলাইন আউটলেটসহ বনানী-১২ নম্বারে প্লট-৭৮, ব্লক -ই তে শো-রুমে প্যাভিলিয়নের সব পোশাক পাওয়া যাবে।
প্যাভিলিয়ন শীতকালীন এর ফটোশুটের ক্রিয়েটিভ টিমে ছিলেন,


ফটোগ্রাফি: অনিক চন্দ্র
শিল্প নির্দেশনা, স্টাইলিং এবং কোরিওগ্রাফি মার্ক বিপ্লব
মডেল: মোঃ ইলিয়াস, অর্ণিরা চৌধুরী, রফিকুর রহমান, কেয়া ক্রুজ, মোহাম্মদ আসাদ
মেকআপ অ্যান্ড হেয়ার: সুমন রাহাত

বিঃ দ্রঃ মিরপুর এবং বনানী ছাড়াও প্যাভিলিয়নের পোশাক মিলবে অনলাইনেও। সারা বাংলাদেশ থেকে পোশাক অর্ডার করলে পোশাক ডেলিভারি পাওয়া যাবে বিনামূল্যে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪