ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ১৩ জুন করোনা ভাইরাসে একদিনে সর্বচ্চো ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে বোয়ালমারীতে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৪ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন,মৃত্যু বরন করেছেন ২জন,রেফার করা হয়েছে ৫ জন কে।বাকীরা নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন।
১৩ জুন করোনা ভাইরাসে আক্রান্ত ১৫ জনের মধ্যে বোয়ালমারী উপজেলার পৌরসভার মধ্যে ছোলনা গ্রামে ১০ জন,চতুল ইউনিয়নে বাইখির ১জন,পোয়াইল ১ জন,হাসামদিয়া-১জন।
দক্ষিন কামারগ্রাম নৌলপাড়া ১জন, শেখর ইউনিয়নের বামনগাতী ১জন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান বাংলাদেশ বুলেটিন কে বলেন আমি ও ইউএনও স্যার করোনা ভাইরাসে অাক্রান্তদের বাড়ী লক ডাউনের প্রস্তুতি নিচ্ছি।