ডিমলায় প্রনোদনা কর্মসূচী ২০১৯-২০২০ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলার বাস্তবায়নে ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের ৩২০ জন কৃষকদের মাঝে বীজ,চারা ও নগদ অর্থ বিতরণের অংশ হিসেবে অদ্য দুইটি ইউনিয়নে ৬৪ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
টেকসই ফসল উৎপাদনে গুণগত মানসম্পন্ন বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু গুণগত মানসম্পন্ন বীজই কেবল শতকরা ১৫-২০ ভাগ উৎপাদন বাড়িয়ে দিতে পারে। এটি সবজিসহ অন্যান্য ফসলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। ফসলের ফলন ও উৎপাদনেরসাথে গুণগত মানসম্পন্ন বীজ নিবিড়ভাবে জড়িত।প্রনোদনায় সার, পরিচর্যা ও বেড়া ঘেড়া বাবদ ১ হাজার ৯ শত পয়ত্রিশ টাকা, লাল শাক ১০০ গ্রাম, পুই শাক ৭.৫ গ্রাম, ডাটা শাক ১০০ গ্রাম,কলমি শাক ৭.৫ গ্রাম, শিম ৭.৫ গ্রাম, বেগুন ১ গ্রাম, মরিচ ১ গ্রাম,চিচিংগা ২.৫ গ্রাম ঝিঙ্গা ২.৫ গ্রাম, মূলা ১০ গ্রাম,করলা ১০ গ্রাম, লাউ বীজ ১০টি, পেপে চারা ৪ টি ও সাইনবোর্ড ১ টি প্রদান করা হয়।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলীর উপস্থাপনায় প্রনোদনা বিতরণে উপস্থিত ছিলেন, জয়শ্রী রানী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনোয়ারুল হক সরকার মিন্টু, সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, ডিমলা সহ বিশিষ্টজন,সাংবাদিক সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।