1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

” জিৎ মিমির এক মিনিটের রোম্যান্সের উত্তাপে উত্তাল নেট দুনিয়া “

  • সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৫৫

টলিউডের সুপারস্টার জিৎ এবং মিমি চক্রবর্তীর পর্দা রসায়ন দেখবেন এবার তাদের নতুন ছবি বাজি তে। তেমনই জানান দিল সদ্য মুক্তিপ্রাপ্ত বাজি ছবির ট্রেইলারে।

অসুর ছবিতে ছক ভাঙার চেষ্টা করেছিলেন জিৎ। তবে এবার একদম গতে বাঁধা ছকে নিজের পছন্দের ময়দানে নেমে পড়েছেন টলিউডের ‘বস’। বৃহস্পতিবার প্রকাশ্যে এল জিৎ-মিমি জুটির প্রথম ছবি বাজির টিজার। মাত্র এক মিনিটের টিজারে অ্যাকশন, রোম্যান্স আর জিৎ এর পরিচিত পাঞ্চ লাইনের ককটেল দেখল দর্শকরা। বাজি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। বাজির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। সঙ্গীতের দায়িত্বভার সামলেছেন জিত গঙ্গোপাধ্যায়। ‘আয় না কাছে রে’ গানের ঝলকও ধরা পড়েছেন টিজারে।

চলতি বছর ইদে মুক্তির কথা ছিল এই ছবির। তবে করোনার জেরে সব হিসেব ওলোট-পালোট হয়ে যায়। মার্চে করোনার জন্য লকডাউন ঘোষিত হলে লন্ডনে বাজির শ্যুটিং মাঝপথে ফেলে চলে এসেছিলেন জিৎ-মিমিরা। সেপ্টেম্বরে ফের লন্ডনে পৌঁছে বাজির শ্যুটিংয়ের কাজ শেষ করে গোটা টিম। এই ছবিতে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষরা।

ছবিতে জিতের বাবার চরিত্রে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুশয্যায় থাকা বাবাকে নতুন জীবন দিতে হলে ৩০ দিনের মধ্যে একটা মিশন পূর্ণ করতে হবে জিতকে। সেই ৩০ দিনের অ্যাকশন-প্যাক গল্প উঠে আসবে এই ছবিতে।
অসুর জিৎ এর কেরিয়ারের একটা বড় এক্সপেরিমেন্ট ছিল, তবে অসুর কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তাই বাজি দিয়ে ফের একবার নিজের জঁরের ছবিতে কামব্যাক করছেন জিৎ।

তবে নিঃসন্দেহে এই ছবির সবচেয়ে বড়ো ইউএসপি হতে চলেছে প্রথমবার পর্দায় জিৎ-মিমি জুটি। এখনও ঠিক হয়নি ছবি মুক্তির তারিখ, তবে খুব শীঘ্রই মুক্তি পাবে বাজি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪