্যশোরে করোনা কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ট্রাফিক পুলিশের সদস্য মানিক মোল্যার (৫৮) মৃত্যু হয়েছে। শুক্রবার গভীররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মানিক মোল্যা মাগুরার মোহাম্মদপুর উপজেলার জাংগালিয়া গ্রামের বাসিন্দা। চাকরির সুবাদে তিনি যশোরে থাকতেন।
যশোর সদর ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মাহাবুব কবির জানান, মানিক মোল্যা (কনস্টেবল নম্বর ৮৩৫) বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। ৬ নভেম্বর গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যায় মানিক মোল্যাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে ফরিদপুরে পৌছালে প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হয়। তাৎক্ষনিকভাবে তাকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান মানিক মোল্যা।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, ৬ নভেম্বর শুক্রবার সকালে মানিক মোল্যার করোনাভাইরাস পজেটিভ ফলাফল আসে। ৪ নভেম্বর তার নমুনা সংগ্রহ করে যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়েছিলো।