বয়স মাত্র ছয় বছর। কিন্তু যে কোন দৃশ্য একবার দেখিয়ে দিলেই খুব সাবলীল ভাবে অভিনয় করে ফেলে সুবাইতা। বিজ্ঞাপন দিয়ে পথচলা শুরু তার পর ফ্যশন হাউসের ফটোশুট, দেশশেরা সব পত্রিকার লাইফস্টাইল পেইজের জন্য ফটোশুট সব মিলিয়ে বাংলাদেশের মিডিয়ায় জনপ্রিয় শিশু শিল্পীর তালিকায় তার নামটি এগিয়ে। তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায় ছোটবেলা থেকেই তাকে যে দেখে সেই পুতুল বলে ভুল করতো। আত্নীয় স্বজন বা বন্ধুদের সবাইকে তার নিষ্পাপ মুখের হাসি দিয়ে সব সময় ভুলিয়ে রাখে এই সময়ের জনপ্রিয় শিশু শিল্পী, মডেল জাফনাহ সুবাইতা হাসান।
বয়স মাত্র ছয় বছর কিন্তু এর মাঝেই তার ঝুলিতে অনেক প্রাপ্তি। তিন বছর বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করে। প্রথম কাজ কিডস্ প্যারাডাইসের বিজ্ঞাপন। তারপর একের পর এক বিভিন্ন ফ্যাশন হাউজ গুলোতে কাজ করছে জাফনা। এর মাঝে উল্লেখযোগ্য কাজ
রঙ বাংলাদেশ, নবরূপা, ক্লাব হাউজ,শৈশব বাংলাদেশ, ইয়োলো, লারিব প্রভৃতি। শুধু ফ্যাশন হাউসের কাজই নয় বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে জাফনা খুবই জনপ্রিয়। তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপন গুলাের মাঝে আইডিএলসি, এসিআই, নেসলে, রবি, ডানো ক্যাপটেন ইত্যাদি উল্লেখযোগ্য।
এখন জাফনা শীতের ফটোশুটের কাজে ব্যস্তসময় পার করছে। তার সাথে কথা বলে জানা যায় কোভিডের কারণে অনেক দিন স্কুল বন্ধ, তাই ক্লাসের বন্ধুদের সে খুব মিস করে। আবার এই ছুটির মাঝে প্রতি দিনই কোন না কোন ফ্যাশন হাউজ, পত্রিকার অথবা বিজ্ঞাপনের শুটিং নিয়ে সে ব্যস্ত সময় পার করছে। তাই তার সময়টা ভালোই কাটছে। ভবিষ্যতে কি হতে চায় এমন প্রশ্নে খুব দৃঢ় প্রত্যয়ে জানায় ভবিষ্যতে সে একজন বৈজ্ঞানিক হতে চায়। তবে অভিনয়কে এক সাথে নিয়েই পথ চলতে চায়।