শুক্রবার ইজমির প্রদেশে শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে। রোববার (০১ অক্টোবর) হতাহতের নতুন সংখ্যার কথা জানিয়েছে তুর্কি দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ।তুরস্কের তৃতীয় বৃহত্তর শহর ইজমির। সেখানে আহতের মধ্যে অন্তত ৭২২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ৯৪৭ বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে সেখানে। ৪৩টি মৃদু ভূমিকম্প ৪ মাত্রার ছিল বলেও জানানো হয়।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য অতিদ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে।
ঘরবাড়ি হারনো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
তুরস্ক বিশ্বের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। বেশ কয়েকটি ফল্ট লাইনে দেশটি অবস্থিত। এ কারণে অতীতে ভয়াবহ ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি।