1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

ঢাকাকে লকডাউন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

  • সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৭২

ইদানিং দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত হচ্ছে ৩ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত রোগী। মারা যাচ্ছেন প্রায় অর্ধশত মানুষ। দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন আরোপ কথা বলা হলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি। এমন পরিস্থিতিতে খুব দ্রুত পুরো ঢাকা শহরকে লকডাউন করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।


জনস্বার্থে আজ বৃহস্পতিবার হাইকোর্টের ভার্চুয়াল আদালতে এই রিট করেন আইনজীবী মনজিল মোরশেদ। পিটিশনার ছিলেন অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

আইনজীবী মনজিল মোরশেদ বলেন, সারা দেশে করোনাভাইরাসে যে পরিমান মানুষ আক্রান্ত হচ্ছে তার প্রায় অর্ধেকই ঢাকা শহরের। অথচ এই শহরে করোনার সংক্রমণ বন্ধ করতে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন সাধারণ ছুটি থাকলেও মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হয়নি। এখন আবার লকডাউনের কথা বলা হলেও তা কার্যকর করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বিশেষজ্ঞরা পূর্ণ লকডাউন আরোপ করার পরামর্শ দিয়েছেন। সেই নির্দেশনা না মানায় আক্রান্ত যেমন বাড়ছে, তেমনি মৃত্যুঝুঁকিও তৈরি হচ্ছে। তাই এ ব্যাপারে বাধ্য হয়ে আদালতের ধারস্থ হয়েছি।



সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪