৬২তম জন্মদিনে করোনায় প্রাণ গেল ভারতের তামিলনাড়ুর বিধানসভার সদস্য (এমএলএ) জয়ারামন আনবাঝাগানের। চেন্নাইয়ের একটি হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তার।
জয়ারামন আনবাঝাগান তামিলনাড়ুর রাজনৈতিক দল দ্রাবিড়া মুনেত্রা কাঝাগামের (ডিএমকে) নেতা ছিলেন। চেন্নাই জেলার চিপক-থিরুভাল্লিকেনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি।
এর আগে গত ২ জুন শ্বাসকষ্ট নিয়ে চেন্নাইয়েরিএকটি হাসপাতালে ভর্তি হন এ বিধায়ক। ওইদিনই তার করোনা পজিটিভ আসে। এরপর ৩ জুন ডিএমকে বিধায়ককে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। এরপরই আস্তে আস্তে অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে মারা যান তিনি।