ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকায় মাঝিকাড়া গ্রামে তাহসিন
আক্তার জনি(৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে মাঝিকাড়া
গ্রামের পরিবহন শ্রমিক জসিম উদ্দিনের মেয়ে।
জানা যায়, বুধবার (১০জুন) সকালে মাঝিকাড়া নিজ বাড়িতে
চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল টিম মৃতের নমুনা সংগ্রহ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে মৃত তাহসিন আক্তার
জনি সিলেট কৃষি বিপণন অফিসে চাকরি করতেন। গত সাপ্তাহে
করোনা উপসর্গ নিয়ে তিনি নিজ বাড়িতে আসেন। পরিবারে চার
বোনদের মধ্যে সে সবার বড় ছিলো।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, মাওলানা
মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল নিয়ম অনুযায়ী মাঝিকারা
কবরস্থানে ওই নারীর লাশ দাফনের ব্যবস্থা করেছেন।