1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

দীপ্তটিভির কৃষি অনুষ্ঠান এবার এক হাজার পর্বে

  • সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩২৩

২০১৬ সালের ৭ জুন কৃষির আদি ইতিহাস তুলে ধরার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল দীপ্ত কৃষির। এরপর শুধুই সামনে এগিয়ে চলা। ধারাবাহিক পথচলায় আগামি কাল ১৭ অক্টোবর শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে দীপ্তটিভিতে সম্প্রচারের মধ্যে দিয়ে পদার্পন করবে ১ হাজার পর্বে। দেশের কৃষি সম্প্রসারণ ও দেশের কৃষকদের এগিয়ে নিতে কাজী মিডিয়ায় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সমাজ সেবক কাজী জাহেদুল হাসান দীপ্তটিভিতে কৃষি বৃত্তিক অনুষ্ঠান চালু করে। খুব অল্প সময়ের মধ্যেই দীপ্ত কৃষি অনুষ্ঠানটি মানুষের মনে যায়গা করে নেয়।

দীপ্ত কৃষির জানালা দিয়ে বাংলাদেশর কৃষি খাতের অনেক সম্ভবনাময় ফসলের গল্প সামনে তুলে এনেছে। ঠিক একই ভাবে উঠে এসেছে নানামুখি সমস্যার বিচিত্র ঘটনা। কৃষিখাতের নানামুখি সমস্যার সমাধানের উপায় খুঁজে পেতে দীপ্ত কৃষি আয়োজন করে গোল টেবিল বৈঠক, উঠান বৈঠক, কৃষকের নিত্যদিনের নানামুখি প্রশ্নের সমাধান দিতে থাকে সাপ্তাহিক আয়োজন কৃষি জিজ্ঞাসা। এ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সময়ের ফসল ও খামারের করনীয় দিক নির্দেশনা দেয় কৃষি বিশেষজ্ঞরা।

দীপ্ত কৃষির অন্যতম উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদেরকে সামনে তুলে আনা। তাঁদেরকে আরো বেশী করে উৎসাহিত করা। অনুষ্ঠানে তুলে আনে বগুড়ার মারিয়া গ্রামের নারীদের বীজ উৎপাদনের গল্প, দেখিয়েছি সাতক্ষীরার আকলিমা খাতুনের সফলতার গল্প, ফরিদপুরের সাবিনা ইয়াসমিনের সফল খামার অথবা রুবিনা আক্তারের মতো একজন সংগ্রামী নারী যিনি শুধুমাত্র কালো গায়ের রঙ্গের জন্য শ্বশুর বাড়ি থেকে বিতারিত হয়েছিলেন এবং এরপর সমন্বিত কৃষি খামার গড়ে তুলে নিজেকে আপন মহিমায় উদ্ভাসিত করেছেন।

দীপ্ত কৃষির পর্দায় যে সফলতা, সংগ্রাম আর সংকটের চিত্র দর্শকরা দেখেছেন তার পেছনে কাজ করছে এক ঝাক তরুন কর্মী,যাদের মধ্যে প্রযোজক হিসেবে রয়েছেন মো: মাসুদ মিয়া, মাহামাুদুল হাসান মিথেন, প্রিতম মঞ্জুর, মুহাম্মদ আসাদুজ্জামান অর্ক, কাজী ফাহিমুল হক অরিন ও শামীমা শাওন। এছাড়াও যাদের অনবদ্য উপস্থাপনায় অনুষ্ঠানটি দর্শকদের সামনে হৃদয়গ্রাহী হয়ে ওঠে তারা হলেন শামীমা শাওন, মারুফা এনিন, ফারজানা রহমান তন্বী এবং সাকিনা ইসলাম ঈশিকা। যারা প্রত্যেকেই রোদ, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে তাদের শ্রম ও সাধনায় এগিয়ে চলেছে দীপ্ত কৃষির সম্মূখ যাত্রা।


কাজের ফাঁকেই ক্ষেত খামার আর ফসলের সাথে গড়ে উঠেছে এক অনাবিল গভীর বন্ধুত্বের বন্ধন। দীপ্ত কৃষি অনুষ্ঠানটির সফলতার পিছনে সব চাইতে বড় অবদান দীপ্তটিভির মালিক কাজী জাহেদুল হাসানের । তাহার এমন মহান উদ্যোগেই এগিয়ে যাবে দেশের কৃষিখাত এমটাই আশাবাদ ব্যক্ত করেছেন ঝালকাঠির দীপ্তটিভির প্রতিনিধি খালিদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪