করোনার কবলে পড়লেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু৷ গত কয়েকদিন যাবৎ তিনি অসুস্থবোধ করছিলেন ৷ গতকাল তাঁর কোভিড পরীক্ষা হয় ৷ রাতে রিপোর্ট আসে “পজিটিভ” ৷ আপাতত তিনি মুম্বাইয়ের বাড়িতেই কোয়ারিন্টিনে আছেন ৷ বম্বে মিউনিসিপ্যাল করপোরেশন নিয়মমাফিক বাড়িটি “সিল” করে দিয়েছে ৷
আগামী ২০শে অক্টোবর কুমার শানুর জন্মদিন ৷ তিনি তাই এই দিনটি লস এঞ্জেলেসে তাঁর পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন ৷ দুই মেয়ে শ্যানন ও এনাবেল সেখানে পড়াশোনা করে ৷
শানুর স্ত্রী শালোনিও তাই আমেরিকাতেই থাকেন ৷ কিন্তু পরিস্থিতি এখন যা দাঁড়ালো, তাতে কুমার শানুর পক্ষে এখনই সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না ৷ তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে, হয়ত আগামী নভেম্বরে তিনি যাবেন৷ নাহলে, তাঁরাই মুম্বাই আসবেন ৷
উত্তর কলকাতার ছেলে কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য ৷ তাঁর বাবা পশুপতি ভট্টাচার্য ছিলেন একজন নামী সঙ্গীতজ্ঞ এবং সুরকার ৷ বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য “যাত্রা”-র সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক ৷ শানুর দাদা তপন ভট্টাচার্যও একজন গায়ক ৷ ভাগ্য অন্বেষণে কলকাতা থেকে বম্বেতে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই কেদারনাথ তাঁর নাম রাখেন কুমার শানু ৷
তারপর, ৯০-এর দশক থেকে সেখানকার সঙ্গীতজগতে, বিশেষত চলচ্চিত্র-সঙ্গীতে তিনি রাজত্ব করতে থাকেন ৷ এরই মধ্যে শানু ৩০টি ভাষায় ২১হাজারেরও বেশি গান গেয়েছেন ৷ ১৯৯৩ সালে তিনি একদিনে ২৮টি গান গাওয়ার ফলে, তাঁর নাম উঠে যায় “গিনেস বুক অফ ওয়র্ল্ড”-এ৷ বিবিসি-র “টপ ফর্টি বলিউড সাউন্ডট্র্যাকস”-এর মধ্যে কুমার শানুর প্রায় ২৫টি গান রয়েছে৷
প্রসঙ্গত, শানুর প্রথমপক্ষের ছেলে কুমার জান এখন “বিগ বস্ ১৪”-য় যোগ দিয়েছে ৷ তাই, তার সাফল্য কামনায় শানু সবার কাছে আশীর্ব্বাদ চেয়েছেন৷