1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

কুমার শানুও করোনা আক্রান্ত

  • সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২০৮

করোনার কবলে পড়লেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু৷ গত কয়েকদিন যাবৎ তিনি অসুস্থবোধ করছিলেন ৷ গতকাল তাঁর কোভিড পরীক্ষা হয় ৷ রাতে রিপোর্ট আসে “পজিটিভ” ৷ আপাতত তিনি মুম্বাইয়ের বাড়িতেই কোয়ারিন্টিনে আছেন ৷ বম্বে মিউনিসিপ্যাল করপোরেশন নিয়মমাফিক বাড়িটি “সিল” করে দিয়েছে ৷
আগামী ২০শে অক্টোবর কুমার শানুর জন্মদিন ৷ তিনি তাই এই দিনটি লস এঞ্জেলেসে তাঁর পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন ৷ দুই মেয়ে শ্যানন ও এনাবেল সেখানে পড়াশোনা করে ৷

শানুর স্ত্রী শালোনিও তাই আমেরিকাতেই থাকেন ৷ কিন্তু পরিস্থিতি এখন যা দাঁড়ালো, তাতে কুমার শানুর পক্ষে এখনই সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না ৷ তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে, হয়ত আগামী নভেম্বরে তিনি যাবেন৷ নাহলে, তাঁরাই মুম্বাই আসবেন ৷
উত্তর কলকাতার ছেলে কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য ৷ তাঁর বাবা পশুপতি ভট্টাচার্য ছিলেন একজন নামী সঙ্গীতজ্ঞ এবং সুরকার ৷ বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য “যাত্রা”-র সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক ৷ শানুর দাদা তপন ভট্টাচার্যও একজন গায়ক ৷ ভাগ্য অন্বেষণে কলকাতা থেকে বম্বেতে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই কেদারনাথ তাঁর নাম রাখেন কুমার শানু ৷

তারপর, ৯০-এর দশক থেকে সেখানকার সঙ্গীতজগতে, বিশেষত চলচ্চিত্র-সঙ্গীতে তিনি রাজত্ব করতে থাকেন ৷ এরই মধ্যে শানু ৩০টি ভাষায় ২১হাজারেরও বেশি গান গেয়েছেন ৷ ১৯৯৩ সালে তিনি একদিনে ২৮টি গান গাওয়ার ফলে, তাঁর নাম উঠে যায় “গিনেস বুক অফ ওয়র্ল্ড”-এ৷ বিবিসি-র “টপ ফর্টি বলিউড সাউন্ডট্র্যাকস”-এর মধ্যে কুমার শানুর প্রায় ২৫টি গান রয়েছে৷

প্রসঙ্গত, শানুর প্রথমপক্ষের ছেলে কুমার জান এখন “বিগ বস্ ১৪”-য় যোগ দিয়েছে ৷ তাই, তার সাফল্য কামনায় শানু সবার কাছে আশীর্ব্বাদ চেয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪