1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

আর্মেনিয়ার হামলার নিন্দা জানাতে বিশ্ববাসীর প্রতি আজারবাইজানের আহ্বান

  • সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩২৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের গানজা শহরে আর্মেনিয়ার হামলার নিন্দা জানানোর জন্য বিশ্ববাসী এবং নার্গোনো-কারাবাখ সংকটের শান্তিপূর্ণ সমাধানে গঠিত ওএসসিই মিনস্ক গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছে বাকু। রোববার আজারবাইজানের একজন শীর্ষ কর্মকর্তা এ আহ্বান জানান। রাজধানী বাকুতে সংবাদ সম্মেলনে আজারবাইজানের প্রেসিডেন্টের সহকারী হিকমেত হাজিয়েভ বলেন, আর্মেনিয়া যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারাই আবার আজারবাইজানের সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ সময় তার সঙ্গে আজারবাইজানের প্রসিকিউটর কামরান আলিয়েভ উপস্থিত ছিলেন।

আর্মেনিয়ার হামলায় আজারবাইনের ৯ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৪ জন। ধ্বংস হয়ে গেছে বেসামরিক একটি বহুতল ভবন। হিকমেত বলেন, যুদ্ধে হেরে গিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে আর্মেনিয়া।

ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আর্মেনিয়ার বর্বর হামলার সব তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঠানো হবে।

বলেন, ১৯৯২ সালে খোজালে কি হয়েছে আজারবাইজানের লোক দেখেছে। কাপুরষ আর্মেনিয়াকে উচিত শিক্ষা দেয়া হবে। তারা অসৎ এবং ঘৃণিত। আর্মেনিয়ার বর্বরতাকে ন্যায্যতা দেয়ার জন্য নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক, কোনো সুযোগ নেই। হাজিয়েভ বলেন, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজারবাইজান এখন শক্তিশালী রাষ্ট্র। আমাদের অত্যাধুনিক অস্ত্র এবং সেনাবাহিনী রয়েছে। ১৯৯১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আজারবাইজানের ভূখণ্ড নার্গোনো-কারাবাখ দখল করে নেয় আর্মেনিয়ার সেনাবাহিনী। তারপর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে সংঘাত শুরু হয়।

২৭ সেপ্টেম্বর আজারবাইজানের বেসামরিক নাগরিবকদের বসতি এবং সামরিক স্থাপনায় হামলায় চালায় আর্মেনিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপর দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা পরিষদের চারটি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের দুটি প্রস্তাবনাসহ আন্তর্জাতিক অনেক সংগঠন নার্গোনো-কারাবাখ থেকে সেনা প্রত্যাহারের জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানায়। কিন্তু তাতে সায় দেয়নি আর্মেনিয়া।

শান্তিপূর্ণ উপায়ে নার্গোনো-কারাবাখ সংকট সমাধানে ১৯৯২ সালে ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নেতৃত্বে ওএসসিই মিনস্ক গ্রুপ গঠন করা হয়। ১৯৯৪ সালে দু’পক্ষ যুদ্ধবিরতিতে একমত হয়। কিন্তু সংঘাত নিরসনে প্রকৃতপক্ষে কোনো সমাধান আসেনি।

সবশেষ শনিবার রাশিয়ার মধ্যেস্থতার আটকদের মুক্তি এবং সংঘাতে নিহতদের মরদেহ ফেরত দেয়ার শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় দু’পক্ষ। চুক্তি কার্যকরের কিছুক্ষণের মধ্যেই তা লঙ্ঘন করে আর্মেনিয়া।

আর্মেনিয়ার আত্মরক্ষা এবং নার্গোনো-কারাবাখকে আর্মেনিয়ার দখলমুক্ত করার জন্য বাকুকে সমর্থন দিচ্ছে তুরস্ক।

আর্মেনিয়ার হামলার তীব্র নিন্দা তুরস্কের

শনিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের দ্বিতীয় বৃহৎ শহর গানজায় আর্মেনিয়ার চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজারবাইজানের বহুতল ভবন লক্ষ্য করে আর্মেনিয়ার চালানো হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা স্পষ্ট উসকানি। যার মাধ্যমে আর্মেনিয়ার সরকার আজারবাইজানের ভূখণ্ডে সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে চাইছে বলেও মন্তব্য করা হয়।

‘সবশেষ হামলা চালিয়ে আর্মেনিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন তাদের কাছে কিছুই না। তারা আসলে যুদ্ধবিরতি কি তাই জানে না।’ তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।

আর্মেনিয়ার অবৈধ কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। হামলার মাধ্যমে দখলদারদের আগ্রাসী মনোভাব ফুটে উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হউপযুক্ত প্রতিশোধের হুঁশিয়ার আজারবাইজানের

মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের সাধরণ মানুষের ওপর হামলা চালানোয় আর্মেনিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাকু।

টুইটারে এক বিবৃতিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, আজারবাইজানের স্বাধীন ভূখণ্ড পুনরায় দখলে নিতে চায় আর্মেনিয়া। আর্মেনিয়ার রাজনৈতিক সরকার এবং সামরিক বাহিনীকে পরিকল্পিত অপরাধের দায় বহন করতে হবে। আজারবাইন উপযুক্ত প্রতিশোধ নেবে।

অস্থায়ী যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের গানজা শহরে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামরার পরপরই তিনি এমন হুঁশিয়ার উচ্চারণ করেন। সাম্প্রতিক হামলাকে যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের ভয়াবহ লঙ্ঘন বলে আখ্যা দেন আজারবাইজানের প্রেসিডেন্ট। হামলায় ৪ নারীসহ নিহত হয় অন্তত ৯ জন।

‘আর্মেনিয়ার হামলা, রাশিয়ার মধ্যেস্থতার প্রতি অসম্মান। তারা তাদের আগ্রাসী মনোভাবের মূর্তপ্রতীক আবারো সবার সামনে হাজির করেছে। ন্যক্করজনক এসব হামলা আজারবাইজানের মনোবল কখনোই ভাঙতে পারবে না।’ বলেন দেশটির প্রেসিডেন্ট।

২৭ সেপ্টেম্বর দু’পক্ষের সংঘাত শুরুর পর ১১ অক্টোবর পর্যন্ত আজারবাইজানের ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় দু’শতাধিক। সাধারণ মানুষের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর্মেনিয়ার আহ্বানে শুক্রবার মানবিক দিক বিবেচনায় মস্কোর মধ্যেস্থতা রাশিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন।

শনিবারের হামলার বিষয়ে আর্মেনিয়া জানায়, আজারবাইজানের হামলার জবাব দিয়েছে তাদের সেনাবাহিনী।

আর্মেনিয়াকে সতর্ক করতে মস্কোর প্রতি আহ্বান আঙ্কারা

আর্মেনিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘন বিষয়ে রাশিয়ার সঙ্গে আলাপ করেছে তুরস্ক। রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সূত্র জানিয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রীকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য আর্মেনিয়াকে সতর্ক করে দিতে বলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪