পিরোজপুরের নেছারাবাদে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশুর সঙ্গে শিশুর তওে, বিশ্বগড়ি নতুন করে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান রনিদত্ত জয়, মহিলা ভাইস চেযারম্যান নার্গিস জাহান,সহকারী সার্জন ডা. রুবাইয়াত সানজিদ হোসেন,
উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ, মৎস্য অফিসার এসএম পারভেজ, ইন্সপেক্টর (তদন্ত) মো. আউয়াল কবির, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান।