1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ট্রাম্প, খোঁচা মারলেন বাইডেন

  • সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৯১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প তার টুইটারে করোনা শনাক্তের বিষয়টি সবাইকে নিশ্চিত করেন। এবার প্রতিপক্ষ ট্রাম্পকে খোঁচা মেরে কথা বললেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।শনিবার (৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই উদাসীন ছিলেন। শুরু থেকেই ছিলেন লকডাউনের বিপক্ষে। সেই সঙ্গে মাস্ক ব্যবহারেও মনোযোগী ছিলেন না ট্রাম্প। করোনাকালে তাকে অধিকাংশ সময়ই মাস্ক ছাড়াই দেখা যেত। এছাড়াও করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি।

কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত নিজেকে করোনা থেকে রক্ষা করাতে পারেনি। শুধু তা-ই নয়, করোনায় আক্রান্ত হয়েছে তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। মূলত ঘনিষ্ঠ এক নারী উপদেষ্টার সংস্পর্শে আসার পরই করোনা ধরা পড়ে ট্রাম্পের।এদিকে, ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর নির্বাচনে তার প্রতিদ্বন্দী ডেমোক্র্যাটিক পার্থী জো বাইডেন খোঁচা দিয়ে কথা বলেছেন। জো বাইডেন বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারির গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক।”

তিনি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “এই ভাইরাসকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।”

তিনি আরও বলেন, “দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আমাদের নিজেদের কাজটুকু করতে হবে। অর্থাৎ বিজ্ঞান মেনে চলতে হবে, বিশেষজ্ঞদের কথা মানতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, জনবহুল স্থানে মাস্ক পরতে হবে এবং অন্যদেরকেও এসব মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।”

এর আগে, মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পের চিকিৎসক নেভির কমান্ডার ডা. শন কনলি সাংবাদিকদের উদ্দেশ্যে একটি নোটে লিখেছেন বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ট্রাম্পের করোনা পজিটিভ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

তিনি আরও জানান, “রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডি উভয়ই এই মুহূর্তে ভাল আছেন, এবং তারা কোয়ারেন্টাইনের সময়টুকু হোয়াইট হাউসে থাকার পরিকল্পনা করেছেন।’

কনলি আরও জানিয়েছেন “হোয়াইট হাউসের মেডিকেল টিম এবং আমি সব সময় তাদের স্বাস্থ্যের বিষয়ে নজরদারি বজায় রাখব। আমি আশা করি কোন ধরনের সমস্যা ছাড়াই রাষ্ট্রপতি সেরে উঠবেন।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪