জার্মানির অর্থনীতির অন্যতম প্রধান খাত পর্যটন ব্যবসা। বাণিজ্যিক কারণে কিংবা সভ্যতা ও সংস্কৃতির টানে সারা বিশ্বের পর্যটকদের কাছে জার্মানির রয়েছে আলাদা কদর। তবে করোনার কারণে পর্যটন খাতে সংকট দেখছেন অর্থনীতিবিদরা।জার্মানি- যে দেশটির প্রতি আগ্রহ সারা দুনিয়ার কোটি কোটি মানুষের। অর্থনৈতিক বিপ্লবে কিংবা ইতিহাস, ঐতিহ্যে বা শিক্ষা ক্ষেত্রে দেশটির রয়েছে ব্যাপক সুনাম। তবে করোনার কারণে অন্যতম প্রধান আয়ের উৎসে ভাটা পড়ায় শঙ্কিত এই খাতে বিনিয়োগকারীরা। সংকটে কর্মহীন হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
তবে দেশটিতে ভ্রমণে আসা পর্যটকরা মনে করেন, বিশ্বে করোনা ব্যবস্থাপনার সবচেয়ে সফল দেশগুলোর একটি জার্মানি। তাই স্বাস্থ্যবিধি মেনেই যে কেউ আসতে পারেন।
বিদেশি রমণী আমি ব্যক্তিগতভাবে মনে করি পর্যটকদের জার্মানি বেড়ানো উচিত। দেশটি দিনে যেমন সুন্দর, মনোমুগ্ধকর রাতেও। তবে সবার আগে বার কিংবা রেস্টুরেন্টে করোনার স্বাস্থ্যবিধি মানলে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়।
জার্মান সরকারের তথ্যমতে করোনার মহামারি শুরুর পর থেকেই এই খাতে ক্ষতি প্রায় কয়েক বিলিয়ন ইউরো।