সুশান্ত মামলার তদন্তে মাদক যোগের সন্ধান পেতে প্রায় গোটা বলিউড উজাড় হওয়ার উপক্রম হয়েছে। যে সপ্তাহান্তে নতুন রিলিজের প্রতীক্ষায় দর্শকরা থাকেন, সেই সপ্তাহান্তেই বাস্তবের নাটকীয়তায় তোলপাড় প্রায় গোটা বি-টাউন। একে একে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে গিয়ে বয়ান রেকর্ড করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shradhha Kapoor)। শুক্রবার জিজ্ঞাসাবাদের পালা মিটিয়েছেন রকুলপ্রীত সিং (Rakul Preet Singh)।
ধর্মা প্রোডাকশনের প্রাক্তন ক্রিয়েটিভ প্রোডিউসার ক্ষীতির রবিপ্রসাদের গেপ্তারির করণ জোহরের শিয়রে সমন। এমন পরিস্থিতিতেই নতুন গুঞ্জনে সিঁদুরে মেঘ দেখছেন বলিউডের পুরুষ তারকারা।এতদিন শুধুমাত্র বলি-নারীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোয় বিভিন্ন মহলে সমালোচনার পারদ চড়ছিল। তবে শোনা যাচ্ছে, এবার পুরুষ তারকারাও বাদ যাবেন না। সূত্রের খবর মানলে, আগামী সপ্তাহেই মাদক কাণ্ডে হৃতিক রোশনকে (Hrithik Roshan) নোটিস পাঠানোর চেষ্টায় মরিয়া NCB।
সংস্থার নিশানায় রয়েছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং অর্জুন রামপালও (Arjun Rampal)। শোনা গিয়েছে, ২০১৭ সালে হেলথ ডিটক্সের নামে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি হয়েছিলেন হৃতিক। NCB আধিকারিকদের সন্দেহ, হেলথ ডিটক্স নয় অন্য কারণে হৃতিক ভরতি হয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নাকি পুরনো নথিপত্রও জোগাড় করার চেষ্টা করছেন NCB আধিকারিকরা।
শনিবার টানা ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকাকে। সারা ও শ্রদ্ধার প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদে একদিকে যেমন দীপিকা নিজের ম্যানেজার করিশ্মা প্রকাশ্যের সঙ্গে ‘ড্রাগ চ্যাট’-এর কথা স্বীকার করেন নিয়েছেন, অন্যদিকে সারা এবং শ্রদ্ধার নামেও একাধিক স্বীকারোক্তির কথা শোনা গিয়েছে। ‘কেদারনাথ’ সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, তা নাকি স্বীকার করেছেন সারা। সুশান্তের সঙ্গে থাইল্যান্ড বেড়াতে যাওয়ার কথাও স্বীকার করেছেন। ধূমপানের কথা মেলে নিলেও মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন সারা। অন্যদিকে শ্রদ্ধা নাকি জানিয়েছেন, তিনি শারীরিক অসুস্থতার জন্য CBD অয়েল ওষুধ হিসেবে নিতেন।
যদিও তিন তারকার বয়ানে নাকি সন্তুষ্ট নয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তবে শনিবার নতুন করে কোনও সমন জারি করা হয়নি। ডেপুটি ডিরেক্ট মুথা অশোক জৈন জানান, ক্ষীতিশ রবিপ্রসাদ-সহ শনিবার পর্যন্ত সুশান্ত মামলায় ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।