ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে রোববারের বিক্ষোভ ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের পাশাপাশি বিভিন্ন শহরে তুলে নেয়া হয় কারফিউ। এ দিন সমাবেশে অংশ নিয়ে জাতিবিদ্বেষ নির্মূলের দাবি জানান বাংলাদেশিরাও।
বিক্ষোভে ছিল না ধস্তাধস্তি লুটপাট কিংবা অগ্নিসংযোগ। ছিল পুলিশি বর্বরতার প্রতিবাদ আর দাবি আদায়ের স্লোগান। বিক্ষোভের আগেই এ দিন নিউইয়র্ক থেকে কারফিউ প্রত্যাহার করা হয়। বিভিন্ন সংগঠনের ব্যানারে নিউইয়র্কের সমাবেশে অংশ নেন নানা পেশার বাংলাদেশিরা।
বিক্ষোভ দমাতে যে ওয়াশিংটনে ১০ হাজার সেনা মোতায়েন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদের। শিকাগো থেকেও প্রত্যাহার হয়েছে কারফিউ।
ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত সমাবেশেও অংশ নেন বাংলাদেশিরা।
বাংলাদেশিদের একজন বলেন, ‘জর্জ ফ্লয়েডের জায়গায় যদি আপনার ভাই অথবা বোন থাকতো তখন কি করতেন?’