1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

বগুড়ায় একদিনে সর্বোচ্চ ১৬১ জন শনাক্ত

  • সময় : রবিবার, ৭ জুন, ২০২০
  • ১৪২

বগুড়ায় করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম কোন রোগী শনাক্ত করা হয় ।সেই থেকে ৬ জুন এর সর্বশেষ ফলাফল অনুযায়ী বগুড়ায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬২৯ জন। শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য বিশ্লষণ করে এ তথ্য পাওয়া যায়।

বগুড়ায় নতুন করে ১৬১জন করোনা রোগী শনাক্ত হয় ৭জুন । এর মধ্যে ১০২জনের উপজেলাভিত্তিক তথ্য পাওয়া যায়নি । তবে বাকি ৫৯জনের মধ্যে পুরুষ- ৪২ জন,মহিলা-১২ জন ও শিশু- ৫জন।

৫৯জনের মধ্যে সদরের ৪৩জন, শাজাহানপুরের ৫জন, গাবতলীর-৫জন, শিবগঞ্জের ৪জন এবং নন্দীগ্রামের ২জন। বাকি ১০২জনের উপজেলাভিত্তিক তথ্য এখনো জানা যায় নি।
এদের মধ্যে রয়েছে সদরের- চেলোপাড়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়া, কাটনারপাড়া, ঠনঠনিয়া, এবং সেউজগাড়ী।

ঢাকায় পাঠানো নমুনার ৫৫০ ফলাফলে(১০২জন পজিটিভ), শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার ( ৪১ জন পজিটিভ)ও টিএমএসএস এর ৩৫ ফলাফলে বগুড়ায়( ১৮জন পজিটিভ)।


এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৭৯০ জন,সুস্থ হয়েছেন-৫৩ জন এবং মৃত্যু বরণ করেছেন -০৭ জন।

ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্তদের অনেকেই হোম আইসোলেশন এ থেকে চিকিৎসা নিচ্ছেন।এছাড়া যাদের বেশি উপসর্গ রয়েছে তাদের সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪