ক্রিকেট বেটিং-এ কলকাতা থেকে ধরা পড়ল বাংলা ছবির প্রযোজক অজিত সুরেখা৷ সে-ই প্রধান “বুকি”৷ একসময় সে একটি বাংলা ছবি “ফিরে এস তুমি” প্রযোজনা করেছিল৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল্ শুরু হতে না হতেই মুম্বাই, দিল্লির মত কলকাতাতেও যে বেটিং-এর আসর বসে গেছে, পুলিস তা প্রমাণ করে দিল৷
কিন্তু তারা তাজ্জব যে, করোনাকালেও বেটিং চক্র থেমে নেই৷ কলকাতার পুলিস হেডকোয়ার্টার লালবাজারের গোয়েন্দারা বিভিন্ন এলাকা থেকে অজিত সুরেখাসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে৷ তারা বিভিন্ন হোটেল ও বাড়ি থেকে এই বেটিং চক্র চালাচ্ছিল৷ তাদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেটস্ ও প্রচুর নগদ টাকা পাওয়া গেছে৷ গোয়েন্দাদের ধারণা, মুম্বাইয়ের বেটিং চক্রের সঙ্গে অজিত সুরেখার সরাসরি যোগাযোগ আছে৷
পুলিস জানিয়েছে, অজিত সুরেখা আগে ঘোড়দৌড়ের বেটিং-এর সঙ্গে যুক্ত ছিল৷ ক্রিকেট বেটিং-এ তার সংযোগ এই প্রথম জানা গেল৷