করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন । আজ রোববার দুপুরে তিনি মারা যান।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত ডা. মির্জা নাজিম উদ্দিন স্কয়ার হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন।
জানা গেছে, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাস করেন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করে আসছিলেন।
মৃত্যুকালে ডা. মির্জা নাজিম উদ্দিনের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।