যশোরে ২ জন চিকিৎসকসহ ও সিভিল সার্জন অফিসের প্রধান করণিকসহ নতুন করে ২৪ করে ২৪ জনের কোভিড-১৯ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে সোমবার পর্যন্ত জেলায় ৩৭৭১ জন করোনায় আক্রান্ত হলেন। সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে ১ জন নারী চিকিৎসক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত।
ডা. রেহেনেওয়াজ জানান,
সোমবার যবিপ্ররির জেনোম সেন্টার থেকে ১২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৮ জন, শার্শা উপজেলায় ১ জন, ঝিকরগাছা উপজেলায় ২ জন,
চৌগাছা উপজেলায় ১ জন, মণিরামপুর উপজেলায় ১ জন ও অভয়নগর উপজেলায় ১ জন।
যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন,
রোববার জেনোম সেন্টারে যশোরের ২৪ জন ছাড়াও মাগুরা জেলার ২৩ জন এবং নড়াইল জেলার ১ জনের নমুনা পরীক্ষা করলে কারো শলীরে কোভিডের জীবাণু পাওয়া যায়নি। সবমিলিয়ে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ ও ১২২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যশোরে আক্রান্ত ২৪ জন হলেন, ডা. মাসুমা নূরজাহান (৪২), নাজমা খাতুন (৪৫), ডা. জাহিদ হাসান খান (৩৮), রুবি রহমান (৬৬), এস. জাহাঙ্গীর (৪৫), শ্রী রঞ্জিত ঘরমি (৭২), পারভিন (৫৩), শুভাশিষ (৩০), আশাফুন্নেসা (৬৫), জুই (৩৫), মোহাম্মদ সালাউদ্দিন (৩৮), সালাউদ্দিন (৫০), ইলিয়াস (৫২), সালমান (৫৫) ,পারভিন (৫২) মিনু (৫৫), মাহমুদ হাসান (৫২),আব্দুল আজিজ (৬৮), সেজুতি নুরুন্নেসা (২১), শাহানাজ হোসেন (৩৭), তপন কুমার রায় (৩৯), তামান্না সুলতানা (৩৫), হাসানুজ্জামান (৩০) ও শাহিদা খাতুন (৫০),
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সোমবার পর্যন্ত জেলার ১৫৮৬২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ফলাফল এসেছে ১৫২৪৪ জনের।
এরমধ্যে ৩৭৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৬৮৫ জন। আর ৫২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা ও খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮ জন।