1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

কিটের অভাবে কুমিল্লা মেডিকেলে নমুনা সংগ্রহ হচ্ছে না

  • সময় : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৫০

কিটের অভাবে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষা হচ্ছে না আজ রোববার। এ অবস্থায় নতুন করে নমুনাও সংগ্রহ করা হচ্ছে না।

এ ব্যাপারে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ প্রথম আলোকে বলেন, ‘পিসিআর ল্যাব চালু করার পর এক মাসের বেশি সময় চলে গেছে। এই সময়ে ল্যাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি। তাই আমরা পরিষ্কার-পরিছন্নতার জন্য ল্যাবে আজ নমুনা পরীক্ষা বন্ধ রেখেছি। তার ওপর কিটেরও সংকট রয়েছে। কিট এলে আবার নমুনা পরীক্ষা শুরু হবে।’


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলায় এ পর্যন্ত ১১ হাজার ৫৬৯ জনের নমুনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ১০ হাজার ১০৪ জনের। নমুনা পরীক্ষার ফল আসেনি ১ হাজার ৪৬৫ জনের। ৬ জুন পর্যন্ত এ জেলায় রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৩ জন। মারা গেছেন ৪০ জন।

জানতে চাইলে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান কান্তি প্রিয় দাশ বলেন, ‘কুমিল্লা মেডিকেল কলেজের ল্যাব থেকে এক দিনে সর্বোচ্চ ১৮০টি নমুনা পরীক্ষা করা যায়। মেশিনের সামর্থ্যের ওপর পরীক্ষা করা হচ্ছে। একটি মেশিনে ৯৬টি গর্ত রয়েছে। দুটি গর্ত মান নির্ণয়ের জন্য বরাদ্দ রাখতে হয়। দুই পালায় আমরা কাজ করছি। আরও একটি মেশিনের কথা আমরা বলেছি। এই মাসেই এ মেশিন আসার কথা রয়েছে।’

কান্তি প্রিয় দাশ আরও বলেন, ‘ল্যাব পরিষ্কার-পরিছন্ন রাখার জন্য আজ নমুনা পরীক্ষা বন্ধ রেখেছি। আমাদের ল্যাবে প্রচুর নমুনা জমা আছে। কিট এলে নমুনা পরীক্ষা করা হবে। ঢাকায় নমুনা পরীক্ষার জন্য নিতে চায় না। তাদেরও নমুনা জট রয়েছে। আগে আমরা সাত হাজার কিট পেয়েছিলাম। এগুলো পরীক্ষা করতে গেলে ১০ শতাংশ নানা কারণে নষ্ট হতে পারে। ল্যাব চালুর পর প্রথম দিকে নমুনা ছিল কম, কিন্তু একটি মেশিন আমাদের পুরোপুরি চালু করেই কাজ করতে হয়। তখন কিছু কিট নষ্ট হয়েছে।’

অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ আরও বলেন, ‘৩ জুন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম ও স্থানীয় সাংসদ ‍আ ক ম বাহাউদ্দিনের কাছে নমুনা পরীক্ষার জন্য আরেকটি মেশিন দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনারা বলেছেন, এই মাসের মধ্যে আরেকটি মেশিন আসবে। এ ছাড়া আরও কি‍ট আনার জন্য আমরা ঢাকায় যোগাযোগ করেছি।’

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, ‘কিটের সংকটের কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। মানুষ নমুনা দেওয়ার জন্য অস্থির হয়ে আছেন। প্রতিদিন কুমিল্লার ১৭ উপজেলা থেকে ২০টি করে নমুনা এলে মোট ৩৪০টি নমুনা হয়। সিটি করপোরেশন থেকে ৫০টি নমুনা আসে। সব মিলিয়ে কুমিল্লায় অন্তত ৩৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে ১৮০টি নমুনা পরীক্ষা করা যায়। বাকিগুলো পরের দিনের পরীক্ষার জন্য রাখা হয়। পরের দিন আরও নমুনা আসে। এভাবে জট লেগে যায়। আমরা ঢাকায় আইসিডিডিআরবিতে কিছু নমুনা পাঠাই। কিন্তু সেখানেও জট। কুমিল্লায় কিট পাওয়াসাপেক্ষে নমুনা পরীক্ষা শুরু হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪